কয়েকটা রঙিন দাগ যেভাবে আমাদের মস্তিষ্ককে বোকা বানিয়ে ফেলে!

৫৪৪৮ পঠিত ... ১৮:৪০, আগস্ট ০৪, ২০১৯

ছবিটা রঙিন নাকি সাদাকালো? আপনার কাছেও কি রঙিন লাগছে? অথচ ছবিটা কিন্তু সাদাকালো! 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমনই কিছু সাদাকালো ছবি ঘুরে বেড়াচ্ছে যেগুলোকে দেখলে মনে হচ্ছে রঙিন। অথচ এই সাদাকালো ছবিগুলোতে রঙের পরিবর্তে ব্যবহার করা হয়েছে রঙিন কিছু দাগ, বিন্দু ও গ্রিড। উদ্ভট শোনালেও পদ্ধতিটি বেশ কার্যকরী। 

ছবিগুলো তৈরি করেছেন ডিজিটাল মিডিয়া আর্টিস্ট ও সফটওয়্যার ডেভেলপার ওইভিন্দ কোলাস। তিনি ছবির উপর বসিয়েছেন রঙিন গ্রিড। এই রঙিন গ্রিড থেকে রঙের ধারণা নিয়ে আমাদের মস্তিষ্ক ছবির ধূসর অংশগুলোকেও আমাদের কাছে রঙিন করে তুলে ধরে। অনেকটা শূণ্যস্থান পূরণের মতো। ফলে পুরো ছবিটিই মস্তিষ্ক আমাদের কাছে রঙিন হিসেবে উপস্থাপন করে। কোলাস তার এই গবেষণার নাম দিয়েছেন, 'রঙ অনুকরণের গ্রিড বিভ্রম'। 

বেশিরভাগ মানুষের কাছে রঙিন গ্রিড দিয়ে এই বিভ্রম সবচেয়ে কার্যকরভাবে তৈরি করা যায়। তবে রঙিন দাগ আর বিন্দু দিয়েও এই বিভ্রম তৈরি করা যায়। এই ছবিগুলো যত দূরে থেকে দেখা যায় তত বেশি মনে হয় ছবিটি রঙিন। কাছ থেকে দেখলে গ্রিড, দাগ ও বিন্দু স্পষ্ট বোঝা যায় ও ছবির আসল ধূসর রঙও বোঝা যায়৷

এই ছবিগুলো দেখে সাধারণ দর্শকেরাও মজার, বুদ্ধিদীপ্ত মন্তব্য করেছেন। পোকেগিওলগিস্ট একাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে, 'কমিকগুলোতে সাদাকালো ছবির উপর রঙিন বিন্দু দেয়া হয় একে পুরো রঙিন বানানোর জন্য। সুতরাং কেন নয়?' অন্য একজন মন্তব্য করেছেন, 'এটা থেকে বোঝা যায় যে আমাদের ইন্দ্রিয়কে একশভাগ বিশ্বাস করা উচিত নয়। নকশা দিয়ে আমাদের অনুভূতিকে বোকা বানানো সম্ভব।' দ্যা ট্রু ডোভাস্পাই একাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে, 'আপনি যদি চশমা পরেন তাহলে চশমা খুলে রাখলে আরও ভালোভাবে দেখতে পারবেন।'

তবে রসিকতাও কম হয়নি। লাল, নীল, সবুজ রঙের লাইনের বদলে সাদা লাইন টেনে দিলে ছবিটি কি অদৃশ্য হয়ে যাবে কি না, এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ। আবার কেউ এখানে দেখছেন কালো যাদুর প্রভাব। একজন মন্তব্য করেছেন, ‘আমি চশমা খুলে দেখি সাদাকালো ছবিটা রঙিন হয়ে গেছে আচমকা! আমাকে কে ব্ল্যাক ম্যাজিক করল?’

৫৪৪৮ পঠিত ... ১৮:৪০, আগস্ট ০৪, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top