বাঙালির জীবন নিয়ে ১০+টি রবীন্দ্রবচন

১২৭১ পঠিত ... ১৬:৩১, মে ০৮, ২০১৯

জন্মেছিলেন উনিশ শতকের মাঝামাঝি সময়ে, যখন বাংলা একটা অদ্ভুত সামাজিক এবং রাজনৈতিক বদলের ভিতর দিয়ে যাচ্ছে। অনেকেই সে যুগটাকে বাংলার রেনেসা বলে। এরপর আবার যখন বাংলায় আরেকটা জাগরণ ঘটল, সেই জাগরণে তিনি হয়ে উঠলেন অন্যতম পুরোধা ব্যক্তি। এরপর একটা সময়ে হয়ে উঠলেন বাঙালির সবচেয়ে কাছের মানুষ। বাঙালি জীবনের আর যাপনের প্রায় প্রতিটি অবস্থাতেই মানুষ স্মরণ করতে পারে এই মহান মানুষটিকে। 

কারো কাছে বিশ্বকবি, কারো কাছে কবিগুরু আবার কারো কাছে কবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনকে দেখেছেন এক অনন্য জায়গা থেকে। গানে, কবিতায়, প্রবন্ধে, গল্পে তিনি আমাদের নানান দিক নিয়ে কথা বলেছেন। বাঙালির জীবনের এক স্বতন্ত্র রূপ ধরা পড়ে কবিগুরুর ভাষ্যে। তেমনই ১১টি উক্তি আজ থাকছে eআরকির পাঠকদের জন্য।

১#



২#

 


৩#



৪#



৫#

 


৬#

 


৭#




৮#




৯#


১০#



১১#


১২৭১ পঠিত ... ১৬:৩১, মে ০৮, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top