গোপালগঞ্জের ঝড়টা কি কিশোরগঞ্জের ওপর দিয়েই যাবে?

১০ পঠিত ... ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে

লেখা: অপু নজরুল

কিশোরগঞ্জ আর টাঙ্গাইলের আপত্তির মুখে অতীতে ময়মনসিংহ বিভাগ হইছিল চার জেলা নিয়ে (জামালপুর, শেরপুর, নেত্রকোনা) উল্লেখ্য কিশোরগঞ্জ-নেত্রকোনা ময়মনসিংহ ভাষা পরিবার ও সংস্কৃতির অংশ হলেও টাঙ্গাইলের বেশিরভাগ অংশ, জামালপুর ও শেরপুরের ভাষা ও সংস্কৃতি ভিন্ন।

মমিসিঙ্গারা জামালপুইরাদের আগে থেকেই মমিসিং-এর নোয়াখাইল্যা অপবাদ দিয়ে আসছে। ওরা নাকি মমিসিং শহরে লজিং মাষ্টার হয়ে ঢুকে আর শেষ পর্যন্ত বাড়ির জামাই হয়ে বের হয়! নেত্রকোনা হাওর অধ্যুষিত বলে বেচারাদের ডাকে ভাইট্টা কাউয়া!

সংস্কারের অংশ হিসেবে সরকার এখন টাঙ্গাইল ও কিশোরগঞ্জকে ঢাকা বিভাগ থেকে বাদ দিয়ে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে। যাতে এই দুই জেলার জনগণ তীব্র আপত্তি জানিয়েছে।

অন্যদিকে ময়মনসিংহ ইতিমধ্যেই টাঙ্গাইলবাসীকে ভাদাইম্যা-সমকামী জেলা আর কিশোরগঞ্জের মানুষকে গরীব হুটকিখোর উপাধি দিয়ে তাদের বিভাগে এই দুই জেলাকে নিতে আগ্রহী নয় বলে জানিয়েছে।

কিশুগইঞ্জারা আর্থিকভাবে একটু পশ্চাৎপদ ও বেশি চ্যাঁপা শুটকি খায় এই অভিযোগ মিথ্যা না। কিন্তু কিশুগইঞ্জাদের দাবি তারা গরীব তাই সারাদেশে বাদাম, ঝালমুড়ি বেঁচে জীবিকা নির্বাহ করলেও মমিসিঙ্গাদের মত বিনা ভাড়ায় ট্রেন দখল করে ঢাকায় গিয়ে ভিক্ষা ও বাসা-বাড়ির কাজ করে না। গফরগাঁওয়ের লোকের মতো হায়ারে ডাকাতিও করতে যায় না সারা দেশে! গরু চুরি বিদ্যাতে নাকি নান্দাইল সারাদেশে চ্যাম্পিয়ন এমন অভিযোগও তাদের মুখে শোনা যাচ্ছে!

(কিশোরগঞ্জ জেলার মানুষ আগে থেকেই দরিদ্র ও অবহেলিত হলেও এ জেলা সাংস্কৃতিকভাবে ও ভূ-প্রকৃতিগতভাবে বৈচিত্র‍্যময়। আদিকাল থেকেই নানান রাজনৈতিক ও অরাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির জন্ম হয়েছে ময়মনসিংহ জেলার এ মহাকুমায়।

খুব ইন্টারেষ্টিং একটা ফ্যাক্ট শেয়ার করি। ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও হবিগঞ্জের সবচেয়ে ঐতিহ্যবাহী সরকারি তিনটা কলেজের নামকরণ যাদের নামে যথাক্রমে আনন্দমোহন, গুরুদয়াল ও বৃন্দাবন কলেজের দাতা ও প্রতিষ্ঠাতাদের বাড়ি কিশোরগঞ্জের ইটনায়। যেই জয়নুল আবেদিনের সংগ্রহশালা ময়মনসিংহে, ওনার বাড়িও কিশোরগঞ্জে।) 

ভৌগোলিক দিক বিবেচনায় কিশোরগঞ্জের অর্ধেক হাওর, আর দূরবর্তী উপজেলাসমূহ যেমন ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর থেকে ময়মনসিংহ অপেক্ষা ঢাকা কাছে বলে ভৈরব উপজেলাবাসী জেলা হতে চাচ্ছে। আবার বাজিতপুর সেটা মানতে রাজি না। সেও জেলা হতে চায়! পাকুন্দিয়া-কটিয়াদীর মানুষ আবার গাজীপুর-নরসিংদীর সাথে বেশি ইনভলভ। আদতে ভাষা আমলে নিলে গাজীপুরের কাপাশিয়া, শ্রীপুর, কালিগঞ্জ, নরসিংদীর প্রায় সবটা এমনকি নারায়ণগঞ্জের আড়াই হাজার পর্যন্ত কিশোরগঞ্জ-মমিসিংগা ভাষা পরিবারে পড়ে যায়!

সব পক্ষই নিজ নিজ আলাদা দাবি নিয়ে আবার অন্যদিকে অখণ্ড কিশোরগঞ্জ জেলা ও ঢাকা বিভাগ রক্ষা আন্দোলনের ডাক দিয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে গোপালগঞ্জের ঝড়টা বোধহয় কিশোরগঞ্জের ওপর দিয়ে যাবে! 

(এই লেখাটি মমিসিং-কিশুগঞ্জের কিছু গ্রুপে চলা ঝগড়াঝাটির সংকলন। এখানে আমার কোন মতামত নেই। আমার কোন দায়ও নেই। তাই আমাকে কোনরূপ দোষারোপ করা যাবে না। আমি তামাশার দর্শকমাত্র! রঙ্গভরা বঙ্গদেশ। আপনিও আপনার প্রাপ্য মজা বুঝে নেন!)

১০ পঠিত ... ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top