রাজনীতির মাঠে সর্বোচ্চ নেতা অর্থাৎ সুপ্রিম লিডারকে মা-বাবা ডাকার প্রচলণ কিন্তু এখন শুরু হয়নি। সভ্যতার শুরু থেকেই আমাদের সমাজে এর প্রচলণ ছিল। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মা ডেকেছেন। এর আগেও অনেকেই শেখ হাসিনাকে মা ডেকেছেন। ডেনেরিস টার্গারিয়ানকে মা ডেকেছেন জন স্নো। বলেছিলেন, মা, তোমাকে ছাড়া আমি বাঁচব না।
শেখ হাসিনাকে মা ডাকার লিস্ট বেশ লম্বা। তবে সেখানে সবচেয়ে মা ডাকের কৃতিত্ব হেফাজতে ইসলাম। তারাই প্রথম শেখ হাসিনাকে দলগতভাবে মা ডাকেন। তাও বিরাট সমাবেশের আয়োজন করে। সেই সমাবেশে হেফাজতে ইসলাম শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেয়।
শেখ হাসিনার আরেক আলোচয় মা সমাচারের সন্তান নুরুল হক নূর। ডাকসু নির্বাচনে জয় লাভ করে শেখ হাসিনার সাথে দেখা করতে যান রাজপথের এই লড়াকু সৈনিক। সেই আয়োজনে শ্রদ্ধায় গদগদ হয়ে যান নূর। ঝুঁকে আদবের সহিত তিনি মমতাময়ী মা শেখ হাসিনার কদমবুছি করেন। নিজের বক্তৃতায় তিনি বলেন, শেখ হাসিনার মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই।
শেখ হাসিনাকে আরেকবার মায়ের আসনে বসিয়েছিল একসময়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। নিজের এক বক্তব্যে তিনি বলেছেন, মমতাময়ী মা শেখ হাসিনাই আমাদের অভিভাবক, মমতাময়ী মা শেখ হাসিনাই আমাদের আপা।
শেখ হাসিনাকে মা ডেকেছেন নারায়ণগঞ্জের বিখ্যাত, কুখ্যাত, প্রখ্যাত রাজনীতিবিদ শামিম ওসমান। এক ঘরোয়া সমাবেশে তিনি বলেন, শেখ হাসিনা কে? শেখ হাসিনা আমাদের মা। আমাদের মাকে নিয়ে কেউ খারাপ কথা বললে সেটা তো আমরা সহ্য করব না।
শেখ হাসিনাকে সরাসরি মা ডাকেননি মিজানুর রহমান আজহারি। তিনি শুধু একটা ওয়াজে বলেছিলেন, শেখ হাসিনা আমার মায়ের বয়সি। উনি ভালো কাজ করছেন।
এই মমতাময়ী মা শেখ হাসিনা এক জুলাইতেই ১৪০০ মায়ের বুক খালি করেছেন। গত ১৬ বছরের হাজার হাজার বাবাকে তার সন্তানের কাছে ফেরত যেতে দেয়নি। শত শত মায়ের সন্তানকে গুম করেছেন, ক্রস ফায়ার দিয়েছেন।
এজন্যই হয়তো তিনি মানবতার মা, মমতাময়ী মা, কওমি জননী, গণতন্ত্রের মা।
পাঠকের মন্তব্য