নাদিরা ইয়াসমিন একজন সরকারি কলেজের শিক্ষিকা। তিনি নারীদের প্রতি নানা অসঙ্গতি নিয়ে কথা বলেন, সম্পত্তির সমানাধিকার চান, ‘হিস্যা’ নামের একটি ম্যাগাজিন চালান, ফেসবুক বায়োতে লিখেন
‘কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর?
মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতেই সুরাসুর।’
এই অপরাধে তিনি হন মব জাস্টিসের শিকার। এলাকার মুসল্লীরা তাকে ডেকে বোরকা পরিয়ে লম্বা ঘোমটা দেওয়ানোর ব্যবস্থা করেন। জোরপূর্বক ক্ষমা প্রার্থনা করান। ফেসবুক বায়ো থেকে ফজলল করিমকে সরিয়ে দেন। এতেই শান্ত হননি তারা। এরপর এলাকায় মিছিল ডাকেন, শহরছাড়ার প্রস্তাব দেন, শুধু বদলি নয়, চাকুরিচ্যুত করার দাবি জানান।
কিছুক্ষণ আগেই ফেসবুক মারফত জানা যায়, তিনি নরসিংদী সরকারি কলেজ থেকে বদলি হয়েছেন সাতক্ষীরা সরকারি কলেজে। কিন্তু কেন? এতদিন যে ইন্টেরিমকে নিয়ে আমরা হাজার স্বপ্ন দেখেছি, যার জন্য আমরা হাজার মাইল পাড়ি দিতেও প্রস্তুত ছিলাম-এই ইন্টেরিমই কি সেই ইন্টেরিম? ইন্টেরিম কি ডেমোক্রেসির সরকার থেকে ক্যাকিস্টোক্র্যাসির দিকে আগাচ্ছে?
Kakistocracy অর্থ হলো সেই সরকার, যার শীর্ষে থাকে সবচেয়ে অযোগ্য ব্যক্তিরা। স্বীকার করতে মন চায় না, তবু চিৎকার করে বলতে ইচ্ছা করে, এই সরকার মবের সরকার, এই সরকার ক্যাকিস্টোক্র্যাসির সরকার। যেখানে কয়েকজন মানুষ জমায়েত হয়ে কিছু প্ল্যাকার্ড হাতে, মাইক্রোফোন নিয়ে উজবুকের মতো চিৎকার করলে, মিছিল করলে দাবি বাস্তবায়ন হয়, সেখানেই এই সরকার তার গ্রহণযোগ্যতা কিংবা বিশ্বাসযোগ্যতা হারায়। স্বরাষ্ট্র উপদেষ্টা চাইলেই পারতেন এই দাবি রাতারাতি নাকচ করে, নাদিরা ইয়াসমিনের নিরাপত্তা দিতে। অথচ তাকে ঠেলে দেওয়া হলো আরও দূরে, আমাদের ধরা ছোঁয়ার বাইরে।
নাদিরা ইয়াসমিন একজন নয়। নাদিরা ইয়াসমিন বাংলাদেশের প্রত্যেকটি অধিকার সচেতন, প্রতিবাদীর নারীর প্রতিচ্ছবি-যারা অন্ধের দেশে বারবার আয়না বেচতে চায়। শুধু তাই নয়, নাদিরা ইয়াসমিন জিওগ্রাফিকাল পলিটিকসেরও শিকার। তার চেয়েও প্রতিবাদী, অধিকার সচেতন মানুষ, ভোকাল নারীবাদী ঢাকায় অসংখ্য আছেন। রাজধানী বা কেন্দ্রবিন্দু হওয়ায় তারা এই ধরনের সহিংসতার শিকার হন না। সরকার যদি আসলেই তার নাগরিক নিরাপত্তার কথা ভাবতেন, তাকে ঢাকার কাছাকাছি থেকে অদূরে সাতক্ষীরায় সরিয়ে না দিয়ে নিয়ে আসতেন আরও কাছাকাছি। কিন্তু আফসোস, সরকার সেকথা একবারও ভাবেননি। তাই বলে, এই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে কি আমরা হেরে গেছি?
না। কখনোই না। নাদিরা ইয়াসমিনদের পাশে আমরা ছিলাম, আছি ও থাকব।
পাঠকের মন্তব্য