ফি*লিস্তি*নের পতাকার বদলে তরমুজ কেন?

৩৪০১ পঠিত ... ১৭:৩৩, এপ্রিল ০৭, ২০২৫

11

ফি*লিস্তি*নের পক্ষে বিক্ষোভে অনেককেই দেখবেন তরমুজওয়ালা টি-শার্ট পরতে। কিংবা ফি*লিস্তি*নের মানুষদের প্রতি সমর্থন জানিয়ে ফেসবুকে দেওয়া অনেক পোস্ট খেয়াল করলে দেখবেন সেখানে ফি*লিস্তি*নের পতাকার পরিবর্তে তরমুজের ইমোজি ব্যবহার করা হয়। কিন্তু কেন? তরমুজের সাথে ফি*লিস্তি*নের কী সম্পর্ক?

১#

১৯৬৭ সালের ছয় দিনের যু*দ্ধে ইস*রাই*ল যখন পশ্চিম তীর, গা*জা এবং পূর্ব জেরুসালেম দখল করে ঠিক তখনই ইস*রায়ে*লি সরকার ফি*লিস্তি*নের পতাকার প্রকাশ্যে প্রদর্শন নিষিদ্ধ করে। এই নিষেধাজ্ঞা এড়াতেই তখন থেকে শুরু হয় পতাকার বদলে তরমুজের ব্যবহার। তরমুজ কাটা হলে ভেসে ওঠে লাল, কালো, সাদা এবং সবুজ—ফল নয়, যেন এক টুকরো ফিলিস্তিনের পতাকা।

২#

ইস*রায়ে*লি সরকার শুধু পতাকাকেই দমন করেনি। ১৯৮০ সালে ইস*রায়ে*লি কর্মকর্তারা রামাল্লার ৭৯ গ্যালারিতে স্লিমান মানসুর, নাবিল আনানি, ইসাম বদরুলসহ আরও অনেক শিল্পীদের কাজের একটি প্রদর্শনী বন্ধ করে দেয়। চিত্রশিল্পী স্লিমানকে ইসরায়েলিরা বলেন, ফি*লিস্তি*নের পতাকা তো নিষিদ্ধই, রঙগুলোও নিষিদ্ধ। তখন ইসাম বলেন, তাহলে যদি আমি লাল, সবুজ, কালো এবং সাদা রঙ দিয়ে একটি ফুল আঁকি? তখন অফিসার উত্তেজিত হয়ে বলেন, তাহলে সেটাও বাজেয়াপ্ত হবে। তরমুজ আঁকলে সেটাও নিষিদ্ধ হবে।

শুধু তাই নয়, গা*জায় কাটা তরমুজ হাতে নিয়ে হাঁটার সময় গ্রেফতার হয় কিছু যুবকও, কেননা এটি ততদিনে স্বীকৃতি পেয়েছিল ফি*লিস্তি*নের পতাকার প্রতীক হিসেবে।

৩#

২০০৭ সালে দ্বিতীয় ইন্তিফাদার পর চিত্রশিল্পী খালেদ হুরিনি 'সাবজেক্টিভ অ্যাটলাস অব প্যালেস্টাইন' (Subjective Atlas of Palestine) বইয়ের জন্য তৈরি করেন স্টোরি অব দ্যা ওয়াটারমেলন। ২০১৩ সালে এরই একটি প্রিন্ট আলাদা করে খালেদ হুরিনি নাম দেন 'দ্য কালারস অব দ্য প্যা*লেস্টি*নিয়ান ফ্ল্যাগ'

তখন থেকেই তরমুজ ও ফি*লিস্তি*নের পতাকার যোগসাজশ বিশ্ববাসীর চোখে পড়ে।

৪#  

প্রতীকী তরমুজ ব্যবহারের পুনরুত্থান হয় ২০২১ সালে, যখন ইস*রায়ে*লি কোর্ট পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ফি*লিস্তি*নের উচ্ছেদ করে সেটেলারদের বসতি স্থাপন করার রায় দেয়। শুধু ফি*লিস্তি*নি বা তার সমর্থকরাই নন, সেন্সরশিপ দমনে বর্তমানে ফি*লিস্তি*নের পতাকার পরিবর্তে তরমুজ ব্যবহার হয় সোশ্যাল মিডিয়াতেও।

তথ্যসূত্র: টাইমস

 

 

৩৪০১ পঠিত ... ১৭:৩৩, এপ্রিল ০৭, ২০২৫

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top