সেপারেশন ম্যারেজ; বিয়ে করেও ব্যাচেলর?

১১১ পঠিত ... ১৭:০২, নভেম্বর ০৯, ২০২৪

15

জেনজিদের কাছে রিলেশনশিপের ধরন বোঝাতে বিভিন্ন টার্ম শুনেছি আমরা—রিলেশনশিপে থাকা অবস্থায় বিভিন্ন পরিস্থিতি বোঝানোর জন্য সিচুয়েশনশিপ, বেঞ্চিং, ব্রেডক্রাম্বিং, সিম্পিং ইত্যাদি। এতসব অদ্ভুত টার্মের মধ্যে আজ আমরা পরিচিত হতে যাচ্ছি আরেকটি ভিন্নধর্মী টার্মের সাথে: সেপারেশন ম্যারেজ।

অনেকেই বলে, মানুষের পরাধীনতা নাকি শুরুই হয় বিয়ের পর থেকে। আবার কারও মতে, মানুষ জীবনে সুখ-দুঃখের ব্যালেন্স করতে বিয়ে করে। বিয়ে অনেকটা দিল্লির লাড্ডুর মতো—বিয়ে করলেও পস্তাবেন, আর না করলেও জীবন অপূর্ণ রয়ে যাবে।

সেপারেশন ম্যারেজ কনসেপ্টটা অনেকটা এমন—দুইজন বিয়ে করবে, কিন্তু একসাথে থাকবে সপ্তাহে মাত্র দুদিন। সারা সপ্তাহ নিজেদের মতো করে কাটিয়ে সপ্তাহান্তে দুদিন একত্রে থাকবে। একসাথে রান্না করবে, মুভি দেখবে, ঘুরতে যাবে, একান্তে সময় কাটাবে, ভালোবাসবে একে অপরকে।

বিয়েতে ঝামেলা যেমন আছে, না করলেও তেমনই। তাই বলে কি আপনি বিয়ে করবেন না? অবশ্যই করবেন। তবে সেপারেশন ম্যারেজ ট্রেন্ডে আছে, যেখানে বিয়ে করেও ব্যাচেলর জীবনের স্বাদ নিতে পারবেন।

ট্র্যাডিশনাল বিয়েতে দেখা যায়, স্বামী-স্ত্রী বিয়ের পর এক ছাদের নিচে থাকতে শুরু করে। কয়েক মাস মধুর কাটানোর পর বিভিন্ন ছোটোখাটো বিষয়ে ক্ল্যাশ হতে শুরু হয়। রান্নায় চুল পাওয়া থেকে অফিস থেকে এসে মোজা না খুলে বিছানায় চলে যাওয়া—এমন নানা কারণে ঝগড়া লেগে যায়। সেপারেশন ম্যারেজে পার্টনারের থেকে দূরে থাকার সুযোগ থাকে; এতে সপ্তাহে দুই দিন একসাথে থাকলে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ হয়, ছোটোখাটো ঝামেলা সামনে উঠে আসে না।

বর্তমান সময়ে স্বামী কিংবা স্ত্রীর আলাদা আলাদা গোল থাকতে পারে—কেউ ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, কেউ ব্যক্তিগত কোনো প্রজেক্টে। বিয়ের পর হঠাৎ একসাথে থাকতে শুরু করলে নিজেদের কাজের সাথে কম্প্রোমাইজ করতে হয়, কখনও স্বপ্নকেও বিসর্জন দিতে হয়। আলাদা থাকলে নিজেদের জন্য সময় দেয়া যায় বলেই সেপারেশন ম্যারেজ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

সপ্তাহে দুদিন একসাথে থাকার মানে এই নয় যে পার্টনারের কথা ভুলে যাচ্ছেন। ব্যাচেলর থাকাকালীন যেমন প্রেম করা যায়, সেপারেশন ম্যারেজে সপ্তাহের বাকি দিনগুলোতে পার্টনারের সাথে অন্যরকম প্রেম করা যায়। সকালে গুড মর্নিং পাঠানো, দুপুরে খোঁজ নেওয়া, রাতে আলাপ করে ঘুমানো—সবকিছুতেই আকুলতা থাকবে। সপ্তাহান্তে যখন দুজনের দেখা হবে, সেই রোমান্স ট্র্যাডিশনাল বিয়েতে পাবেন না।

সেপারেশন ম্যারেজ আসলে একটি বিয়ের কনসেপ্ট নয়; এটি আপনাকে বিয়ের মর্যাদা দেবে, আবার বিয়ের পর প্রেম করার দারুণ এক সুযোগ এনে দেবে, ব্যাচেলরের মতো নিজস্ব জীবন চালানোর স্বাধীনতাও দেবে। এটি আসলে বিয়ে নয়, বরং জীবনের একটি নিখুঁত রোডম্যাপ।

 

১১১ পঠিত ... ১৭:০২, নভেম্বর ০৯, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top