আমরা কি রিপন ভিডিওর জগতে বাস করি?

৪৫৪ পঠিত ... ১৭:৫১, সেপ্টেম্বর ৩০, ২০২৪

12 (18)

মহান কবি রিপন ভিডিওর কালোত্তীর্ণ ২টা লাইন আছে। ফেবুতে ঢুকলেই মনে পড়ে।

আছেন যত জ্ঞানীগুণি

করিতেছেন পোনাপুনি

সেকুলারিস্ট বলেন বা ইসলামিস্ট বলেন, সব মহলের জ্ঞানীগুণিরা পারস্পরিক পোনাপুনিতে যেভাবে ব্যস্ত, আমরা সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছি। মহা ২টা গ্রুপের চিপায় মোটামুটি স্যানউইচ হয়া আছি।

অজস্র ভিন্নতা সত্ত্বেও জাতীয় ঐক্যের জন্য যে মিনিমাম কম্প্রোমাইজ করতে রাজি থাকা দরকার, তাও এনারা যেন করতে রাজি না।

উভয় পক্ষ অপররে নিশ্চিহ্ন করার বাইরে কিছু যেন ভাবতেই পারতেছে না। পারস্পরিক ট্যাগাট্যাগি ও খারিজীর ১টা বিষাক্ত নদীতে হাবুডুবু খাইতেছে। আছে ননস্টপ পোনাপুনিতে। এদিকে দেশের হোমাসা হয়ে যাইতেছে।

অথচ মিনিমাম ঐক্যমতে পৌছানো আমাদের জন্য খুব দরকার।

ব্যক্তিগতভাবে যতদূর টের পাই, হার্ডকোর ‘সেকুলারদের’ অনেকে আমারে ইসলামিস্ট মনে করে। অন্যদিকে পরিচিত ইসলামিস্টদের অনেকের ধারণা আমি ‘শাহবাগী’ সেকুলার।

অথচ এই ২টা গ্রুপের অনেক চাওয়ার সাথে আমি ১ মত, সিম্প্যাথেটিক। আবার এই ২টা গ্রুপেরই অনেক চাওয়াতে আমার তীব্র আপত্তিও আছে।

এই ২টা মোটা বাইনারির বাইরে বিশাল গ্রে এরিয়ায় আমরা যারা আছি, থাকি, আর যারা চাই অনেক ভিন্নতা ও বৈচিত্র‍্য থাকার পরেও, জাতীয় স্বার্থে, মিনিমাম ঐক্যের ১টা পলিটি হওয়া উচিৎ, আমরাই কি দেশের প্রকৃত সংখ্যালঘু?

এই সংখ্যালঘুত্বের বোধ কি খালি আমারই?

নাকি দ্বিমুখী পোনাপুনির চিপায় পড়ে আপনাদেরও এমন মনে হয়?

 

৪৫৪ পঠিত ... ১৭:৫১, সেপ্টেম্বর ৩০, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top