বই কিনে না পড়ে ফেলে রাখেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিরাও

১৮৭ পঠিত ... ১৬:০৩, সেপ্টেম্বর ২৩, ২০২৪

30

বই আমাদের নীরব বন্ধু। এই বন্ধুর মতো অনুগত পৃথিবীতে আর কোনো বন্ধু নেই। বই কেনা এবং বই পড়া দুটো ভিন্ন ব্যাপার হলেও এসব নিয়ে নানা থিওরি আছে।

তবে মজার ব্যাপার হলো, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিরাও বই কিনে না পড়ে ফেলে রাখেন। চলুন দেখা যাক কারা আছেন এ তালিকায়, আর কেনইবা তারা বই কিনে ফেলে রাখেন।

বিল গেটস: বিল গেটস নামটি বিশ্বের সবার কাছে পরিচিত। প্রতি সপ্তাহে একটি বই পড়েন বলে খ্যাতিও আছে তার। তবে বিল গেটসের সাথে প্রাইভেট কনভারসেশন বলছে অন্য কথা। তিনি জানান, আমি প্রতি সপ্তাহে একটা বই কিনি। বেশিরভাগ সময়ই তা পড়া হয় না। তবে কেনার পর সূচিপত্র দেখার উদ্দেশ্যে যখন বইটা খুলি, তখন ক্যামেরাম্যান আমার ছবি তুলে ভাইরাল করে দেয়। মানুষ ভাবে যে পুরো বইটিই আমি পড়ছি। আদতে তেমন কিছু নয়।

ইলন মাস্ক: ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীদের একজন। কে চেনেন না তাকে? মাস্ক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছোটোবেলা থেকে নিয়মিত ১০ ঘণ্টা পড়ালেখা করতেন। তিনি একজন মনোযোগী পাঠক। তবে মাস্কের মা জানিয়েছেন ব্যাপারটি সঠিক নয়। মাস্ক একদমই পড়ালেখা করেন না। বইয়ের স্তূপ তাকে এক ধরনের কনফিডেন্স দেয়। তিনি জাপানিজ কনসেপ্ট 'Tsundoku' তে বিশ্বাস করেন।

মার্ক জাকারবার্গ: ফেসবুকের কথা উঠলেই যে নামটি মনে ভেসে ওঠে, তিনি হলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি সারা বিশ্বে অসংখ্য মানুষকে স্ক্রিনে আসক্তি করালেও তার সন্তানদের হাতে তুলে দিয়েছেন বই। তিনি নিজেও বই পড়েন বলে প্রচলিত আছে মানুষের মধ্যে। তবে তার স্ত্রী প্রিসিলা চান কিন্তু বলছেন ভিন্ন কথা। এক সিক্রেট কনভারসেশনে তিনি জানান, জাকারবার্গকে বই হাতে ঘোরাঘুরি করতে দেখা গেলেও, বইয়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে তিনি আসলে ফেসবুক চালান।

ওয়ারেন বাফেট: প্রচলিত আছে ৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট এখনও প্রতিদিন গড়ে ৫০০ পৃষ্ঠা পড়েন। তিনি প্রতিদিন প্রায় ৬ ঘণ্টা বই পড়ার পেছনে ব্যয় করেন যেখানে এভারেজ আমেরিকারদের জন্য এ সময় মাত্র ২০ মিনিট। কিন্তু ওয়ারেন বাফেটের গৃহকর্মী বলেছেন ভিন্ন কথা। গৃহকর্মীর মতে, ওয়ারেন বাফেট একটি নির্দিষ্ট সময় তার রিডিং রুমে কাটান যেখানে কারও যাওয়া নিষিদ্ধ। তবে জরুরি কাজে গৃহকর্মী সেখানে গিয়ে তিন দিন দেখেন বাফেট টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছেন৷

জ্যাক মা: আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মাকে অনেকে অনুপ্রেরণাদানকারী হিসেবে চেনেন।

তার প্রতিদিনের অন্যতম অভ্যাস হলো বই পড়া। জ্যাক মার বাসায় গিয়ে দেখা যায় তার ঘরভর্তি বই। নাম প্রকাশে অনিচ্ছুক জ্যাক মার পরিবারের এক সদস্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন অনুসন্ধানী টিমকে। তিনি জানান, জ্যাক মা আসলে বই পড়েন না। তিনি একজন বুকস্টাগ্রামার। ফুল, কফি, রেডিওর সাথে বইয়ের ছবি তোলার জন্যই ঘরভর্তি বই রাখেন।

১৮৭ পঠিত ... ১৬:০৩, সেপ্টেম্বর ২৩, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top