আমি মানুষ না আমি একটা বস্তু, চারদিকে শুধু লোলুপ দৃষ্টি : চলুন ঢাকার মেয়েদের কথা শুনি

১১২০৫ পঠিত ... ২১:২৬, জুলাই ১১, ২০১৭

আমাদের সবার প্রিয় ঢাকা পরিবেশ ও নাগরিক সুবিধার দিকে থেকে বসবাসের অযোগ্য হয়ে আছে অনেক আগে থেকেই। তবুও আমরা আছি কোন রকমে মিলেমিশে এই নগরে। কিন্তু আদতে কি আমরা ঢাকায় মিলে মিশে আছি। গত ১১ মে আমরা ক্যামেরা নিয়ে নেমেছিলাম ঢাকার পথে। কথা বলেছি মেয়েদের সাথে--ঢাকাকে কি তারা নিরাপদ মনে করেন? উত্তর যা এসেছে তা সত্যিই খুব বেদনাদায়ক। এই ছোট্ট শহরটাকে আমরা মেয়েদের জন্য একেবারে নরক বানিয়ে রেখেছি। আমাদের কারণেই ভয়াবহ অনিরাপত্তা নিয়ে বসবাস করছে ঢাকার মেয়েরা। এ থেকে পরিত্রানের উপায় কী?

এর পাশাপাশি আমরা জানতে চেয়েছিলাম ধর্ষকদের কী শাস্তি চান? উত্তর নিজেই দেখুন। 

১১২০৫ পঠিত ... ২১:২৬, জুলাই ১১, ২০১৭

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top