ভোট রাতেই হওয়া উচিৎ: একান্ত কাল্পনিক সাক্ষাৎকারে বাংলাদেশ রাত জাগা কমিটির সভাপতি

২০২ পঠিত ... ১৭:০৭, আগস্ট ২৬, ২০২৩

Rater-vote

ভোট আসলে কখন হওয়া উচিৎ এই নিয়ে নানান ধরনের বিতর্ক থাকলেও ভোট রাতে হওয়াই সবচেয়ে ভালো বলে মন্তব্য করে আলোচনায় এসেছেন বাংলাদেশ রাত জাগা কমিটির বর্তমান সভাপতি। কেন এমন মন্তব্য করলেন তিনি, বিস্তারিত জানতেই রাতের বেলা তার বাসায় গিয়েছিলেন আমাদের প্রতিবেদক।

প্রতিবেদক: কেমন আছেন ভাই?

সভাপতি: ভালোই, আমরা তো রাতের পাখি আমাদের রাতের সময়টা বেশ ভালো যায়।

প্রতিবেদক: শুনলাম আপনি নাকি বলেছেন ভোট রাতে হওয়াই ভালো, এমন বিতর্কিত বিষয় নিয়ে এমন মন্তব্য করার কারণটা সম্পর্কে কী একটু বলবেন?

সভাপতি: কারণ খুব সাধারণ, আমরা দিনে ঘুমাই রাতে জাগি, দিনের বেলা ভোট হলে আমাদের ভোট দেবে কে? সবকিছু নিয়েই আপনাদের ইস্যু না বানালে হয় না তাই না?

প্রতিবেদক: আপনারা তো রাত জাগেন মানলাম, কিন্তু যারা রাতে ঘুমায় তাদের ভোটের কী হবে?

সভাপতি: আরে ভাই আপনি তো দেখতেছি মহা ঝামেলাবাজ, তাদের ব্যাকআপের জন্য আমাদের মৃত ভোটার তো আছেই, ভোট কে দিচ্ছে সেটা আসল কথা নয়, ভোট দেওয়াটাই আসল।

প্রতিবেদক: কিন্তু এভাবে কী সবাই সমানভাবে ভোটের অধিকার পাবে?

সভাপতি: সমান মত প্রকাশের অধিকারই পান না আবার ভোটের অধিকার ……… (প্রকাশযোগ্য নয় এমন কিছু শব্দবোমা প্রয়োগ করেন সভাপতি সাহেব)

২০২ পঠিত ... ১৭:০৭, আগস্ট ২৬, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top