ইজরায়েল গাজায় বোমা মেরে সব শেষ করে দিয়েছে!
: আহারে! খুব খারাপ কাজ করছে। কিন্তু নির্বাচন না দেয়ার বিষয়টা এরচেয়েও খারাপ।
ট্রাম্প বিশ্ব অর্থনীতির জন্য হুমকি, আমাদের উপর ট্যাক্স বাড়িয়েছে, গার্মেন্টস ব্যবসা হুমকির মুখে।
: একটা নির্বাচিত সরকার থাকলে দেশে ট্রাম্প এরকম একটা ডিসিশান নিতে পারতো না। অন্তত আমরা তাকে বুঝিয়ে বলতে পারতাম।
ভারত আমাদের এক্সপোর্ট ট্রানজিট কাট অফ করার ঘোষণা দিয়েছে।
: নির্বাচনের ডেট দিলে এটা ঠিক হয়ে যাবে।
শীত শেষ না হতেই গরমের দাবদাহে অতিষ্ট প্রাণীকূল (মানুষ সহ)।
: একটা নির্বাচন হলে, নির্বাচনের গরমে মানুষ এই গরম টেরই পেতো না।
পরিবেশবাদী ডেভিড এটেনবুরোর মতে আমরা এখনই সচেতন না হলে পৃথিবীতে হিউম্যান এক্সটিংক্ট হয়ে যেতে আর বেশিদিন নেই।
: তাহলে তো তার আগে অন্তত একটা সুষ্টু গণতান্ত্রিক নির্বাচন হওয়া খুব দরকার। যে কদিন বেঁচে থাকবে দেশের মানুষ যেনো একটা গণতান্ত্রিক সরকারের অধীনে শেষ কটা দিন কাটাতে পারে।
অন্যদিকে সারা পৃথিবীজুড়ে যেভাবে ক্ষমতার অহংকার এবং আগ্রাসন চলছে তাতে কখন যে নিউক্লিয়ার ওয়ার শুরু হয়ে যায় বলা যায় না। সেটা হলে পৃথিবীতে মানব সভ্যতার এখানেই সমাপ্তি।
: এজন্যই যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়াটা খুব জরুরী। এটা জনগণের দাবী। (জনগণ: আপনাদের এ জনগণের লিস্ট থেকে আমাকে আপাতত বাদ দিন)।
দেশে অরাজকতা বেড়েছে।
: এজন্যই নির্বাচন দরকার। মানুষ আজ স্বাধীন না বলেই এটা হচ্ছে। নির্বাচিত সরকার থাকলে এগুলা নিয়ে কেউ মাথা ঘামাতো না। মাথা ঘামানোর তখন আরো অনেক বিষয় দিতাম আমরা।
জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে।
: তাহলে তো এখনই নির্বাচন দেয়ার সময়। মানুষ এখন বেশি সুখে আছে। পরে তারা এই সুখে অভ্যস্ত হয়ে যাবে। পরে নির্বাচিত সরকার এলেই তো জিনিসপত্রের দাম বেড়ে যাবেই। দেশের মানুষ তখন মানসিকভাবে অনেক আঘাত পাবে। তারচেয়ে বেশিদিন সুখে থাকার আগেই এখনই নির্বাচন দিয়ে দিন।
বঙ্গোপসাগরের নিম্নচাপের সৃষ্টি!
: বড় কোনো ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই নির্বাচনটা হওয়া দরকার।
মায়ানমারে ভূমিকম্পে হাজার হাজার হতাহত, বাড়িঘর ধ্বংসস্তুপ।
: মানুষ ওখানে অনেক কষ্টে আছে। তারচেয়ে কষ্টে আছি আমরা। নির্বাচন না দেয়ার কারণে।
দেশে বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ, তবে সরকারের কাছে তারা কী কী সুবিধা পাবে জানতে চেয়েছে!
: ওইসব সুবিধার জন্যই তো একটা নির্বাচিত সরকার খুব দরকার। এইসব সুবিধা-অসুবিধা আমাদের চেয়ে ভালো আর কে জানে। হাতি আড়াই বছরে একটা বাচ্চা দেয়।
: দিক, আপাতত দেশে একটা নির্বাচন দিন।
স্টারলিংক নাকি আসবে দেশে?
: আসুক, আগে নির্বাচন, তারপর দেখবো কিভাবে আসে!
পৃথিবীর মানুষ শান্তিতে বাঁচতে চায়।
: দেশে নির্বাচন না দিলে সেটা কোনদিনই সম্ভব না।
পাঠকের মন্তব্য