চাঁদরাতে যে জোকগুলো শুধু ঢাকাইয়ারাই বুঝবে

৩১০২ পঠিত ... ১৫:০৬, জুন ২৬, ২০২৩

Chand-rater-jokes

১#

এক মাতাল টলতে টলতে এক ভদ্রলোকের সামনে গিয়ে দাঁড়াল।

: এই আমাকে একটা ট্যাক্সি ডেকে দাও তো।

: আমি এ হোটেলের দারোয়ান নই, আমি একজন এয়ার মার্শাল।

: বেশ তো, তা হলে একটা প্লেনই ডেকে দাও।

 

 ২#

আমেরিকার কোনো এক রাস্তায় দুইজন বাঙালি মাতাল মদ খাচ্ছে আর আলাপ করছে।

সাকিব: আমি এই দেশটা কিনে নেব।

অনন্ত: কিনবি মানে! আমি বেচলে তো কিনবি!

 

৩#

দুই মাতাল রাতে মদ খেয়ে আকাশের দিকে তাকিয়ে একজন আরেকজনকে বলছে, ‘দেখ তো আকাশে চাঁদ নাকি সূর্য?’

১ম মাতাল: ওটা সূর্য।

২য় মাতাল: নারে ওটা চাঁদ।

এটা নিয়ে ওরা যখন তর্ক করছিল তখন আরেকজন মানুষ ওদের পাশ দিয়ে যাচ্ছিল।

১ম মাতাল বলল, ‘ভাই বলেন তো আকাশে চাঁদ নাকি সূর্য?’

লোকটা বলল ‘ভাই আমি বলতে পারব না, আমি এই এলাকায় নতুন এসেছি।’

 

৪#

এক মাতাল দু’তলা থেকে জানালা দিয়ে হিসু করছে।

তখন আরেক মাতাল বলছে, ‘আরে তোর হিসু বেয়ে তো চোর উঠে যাবে!’

এ কথা শুনে প্রথম মাতাল বলল, ‘আমি কি তোর মতো বলদ নাকি, আমি ছেড়ে ছেড়ে করছি, যাতে চোর উঠে আর পড়ে যায়!’

 

৫#

এক মাতাল মদ খেয়ে রাস্তার মাঝে বসে আছে…

রাস্তার দুই পাশে অনেক মানুষ দেখে মাতাল সবাইকে ডেকে বলতে লাগল, ‘আমার ডান পাশে যারা আছে তারা সবাই দুর্নীতিবাজ, আর বাম পাশে যারা আছে তারা সবাই মাতাল।’

এই কথা শোনার পর, ডান পাশ থেকে একজন বলল, ‘এই যে শুনুন, আমি কিন্তু টাউট নই।’

মাতাল: ও আচ্ছা, তাহলে আপনি মাতাল! আপনি বাম পাশে এসে দাঁড়ান।

৩১০২ পঠিত ... ১৫:০৬, জুন ২৬, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top