চোর বিড়াল

৮১৪ পঠিত ... ১৬:৪২, জুলাই ৩১, ২০১৬


নাসিরুদ্দিন বাজার থেকে খাবার আনে, আর তার গিন্নি সেগুলো লুকিয়ে এক বন্ধুকে দিয়ে দেয়।
ব্যাপার কী বলো তো?’ একদিন মোল্লা বলল
খাবারগুলো যায় কোথায়?’
বেড়ালে চুরি করে’, বললেন গিন্নি।
কথাটা শুনেই নাসিরুদ্দিন তার সাধের কুড়লটা এনে আলমারির ভিতর লুকিয়ে ফেলল।
ওটা কী হল?’ জিজ্ঞেস করলেন গিন্নি।
বেড়াল যদি দশ পয়সার খাবার চুরি করতে পারেবলল নাসিরুদ্দিন, ‘তা হলে দশটাকার কুড়লটা বাইরে ফেলে রাখি কোন ভরসায়?’

৮১৪ পঠিত ... ১৬:৪২, জুলাই ৩১, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top