কনসার্টে হেঁটে আসা মিম, কোথা থেকে কোথায় এলো?

৬৭১ পঠিত ... ১৭:৩৭, এপ্রিল ২৫, ২০২৪

5 (8)

আমাদের ফেসবুক ভিডিও জুড়ে এখন একটা মিম খুবই হাঁটাচলা করছে। কনসার্ট স্টেজে হেঁটে, নেচে, হেলে-দুলে প্রবেশ করছেন কেউ একজন। তার মাথা এবং শরীর সরিয়ে সেখানে বসিয়ে দেয়া হচ্ছে নানান মানুষের মাথা/শরীর। কিন্তু, এই আসল লোকটা কে? কীসের কনসার্ট? তার এন্ট্রি কি আসলেই এমন ছিল?

আসল ভিডিওটি আমেরিকান র‍্যাপার, লিল ইয়াটির। ২০২১ সালের আগস্ট মাসে ‘Lyrical Lemonade Summer Smash concert’ কনসার্টে তিনি নেচে, হেলে-দুলে এন্ট্রি নেন। তার এই এন্ট্রির ভিডিও ২০২২ সালের ২০ জুন ইউটিউবে আপলোড হয়। এবং গত দুই-বছরে ভিডিওটি ৪ মিলিয়ন ভিউ পেয়েছে। 

২০২৩ সালে বিভিন্ন ফ্যান পেইজ থেকে ভিডিওটি আপলোড হলেও বাংলাদেশে এই ভিডিওটার হেঁটে আসতে আসতে ২০২৪ সাল চলে আসে। একবার যখন চলেই এসেছে, আর কি রক্ষা আছে? না, নেই। সেই রক্ষাহীন সময়টাই আমরা এখন আমাদের ফেসবুক ভিডিওতে কাটাচ্ছি।

কনসার্টে হেঁটে আসা মিম, কোথা থেকে কোথায় এলো?

আমাদের ফেসবুক ভিডিও জুড়ে এখন একটা মিম খুবই হাঁটাচলা করছে। কনসার্ট স্টেজে হেঁটে, নেচে, হেলে-দুলে প্রবেশ করছেন কেউ একজন। তার মাথা এবং শরীর সরিয়ে সেখানে বসিয়ে দেয়া হচ্ছে নানান মানুষের মাথা/শরীর। কিন্তু, এই আসল লোকটা কে? কীসের কনসার্ট? তার এন্ট্রি কি আসলেই এমন ছিল?

আসল ভিডিওটি আমেরিকান র‍্যাপার, লিল ইয়াটির। ২০২১ সালের আগস্ট মাসে ‘Lyrical Lemonade Summer Smash concert’ কনসার্টে তিনি নেচে, হেলে-দুলে এন্ট্রি নেন। তার এই এন্ট্রির ভিডিও ২০২২ সালের ২০ জুন ইউটিউবে আপলোড হয়। এবং গত দুই-বছরে ভিডিওটি ৪ মিলিয়ন ভিউ পেয়েছে। 

২০২৩ সালে বিভিন্ন ফ্যান পেইজ থেকে ভিডিওটি আপলোড হলেও বাংলাদেশে এই ভিডিওটার হেঁটে আসতে আসতে ২০২৪ সাল চলে আসে। একবার যখন চলেই এসেছে, আর কি রক্ষা আছে? না, নেই। সেই রক্ষাহীন সময়টাই আমরা এখন আমাদের ফেসবুক ভিডিওতে কাটাচ্ছি।

 

মূল ভিডিওটি দেখুন এখানে

 

৬৭১ পঠিত ... ১৭:৩৭, এপ্রিল ২৫, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top