GenZ-দের যত ডেটিং কোড 

২৩৯ পঠিত ... ১৮:১১, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

423454536_1824254644741548_6593528653604477631_n

জেনারেশন জেড বা GenZ, নাম শুনে তাদের বৈশিষ্ট্য বোঝা বড়ই কঠিন। কারও কাছে তারা অতি পাকনা, তো কারও কাছে বেয়াদপ, কারও কাছে ‘এই জেনারেশনটাই খারাপ’, তো কারও কাছে ‘খালি মুখে মুখে তর্ক করে’ তারা। কিন্তু ফেসবুকে ছবি আপলোড দিতে গিয়ে কিংবা ইমেইলটা সেন্ড করতে গিয়ে নানা অপশনের মাঝে প্রযুক্তিতে অনভিজ্ঞ বাবা-মায়েরা যখন তাদের GenZ সন্তানের কাছে ডাক পাঠান, তখন শত বিরক্তি মুখে নিয়ে, ‘উফ! তোমাদের এখনও এইটুক শেখাতে পারলাম না’ বলতে বলতে পাশে বসে, হাতে ধরে, ধাপে ধাপে সবকিছু দেখিয়ে দিয়ে, ‘এরপর থেকে নিজে করবা কিন্তু’ বলে আপনাকে উদ্ধার করে দেওয়া জেনারেশনও কিন্তু তারা!

GenZদের বোঝা নাকি বড়ই দুষ্কর। তা হওয়ার কারণও আছে। সময়ের সঙ্গে যেমন প্রজন্ম বদলেছে, তেমনি বদলেছে তাদের জীবনধারা, মানসিকতা, চলন-বলন, এমনকি তাদের ভাষাও! তাই তো আজকাল বাংলা, ইংরেজি, স্প্যানিশসহ নানা ভাষার মাঝে শোনা যায় ‘GenZ ভাষা’র কথা। কথায় বলে, GenZরা এখন আর প্রেম করে না, তারা নাকি ‘ডেট’করে। সেই ডেটিঙের আবার আছে কত পর্যায়, আছে আলাদা ডেটিং ল্যাঙ্গুয়েজও। GenZদের প্রেম সংক্রান্ত তেমনি কিছু নতুন শব্দের অর্থ জেনে নেওয়া যাক আজ।

Rizz

শাহরুখ খানের সিনেমা দেখতে দেখতে তার আইকনিক প্রেমময় সংলাপ শুনে নিশ্চয়ই কল্পনা করেছেন, ইশ! এভাবে যদি আমাকেও কেউ বলতো কিংবা এমনভাবে যদি কথাগুলো আমি কাউকে বলতে পারতাম! শাহরুখ খানের ছিল ১০০-তে ১০০ পাওয়ার মতো ফ্লার্ট করার দক্ষতা। যাকে GenZ ভাষায় বলা হয় ‘Rizz Game strong’। সহজ কথায়, নিজের ব্যক্তিত্ব ও কথা দিয়ে যে কাউকে পটিয়ে ফেলতে পারাকেই বলা হয় Rizz।

Breadcrumbing

অনলাইনে কারো সঙ্গে দিনের পর দিন কথা বলে যাচ্ছেন, কিন্তু দেখা করার কথা বললেই এমন ব্যস্ততা দেখাচ্ছে যেন তিনি প্রধানমন্ত্রীর পরেরজন? কিংবা কখনও সারারাত ধরে আপনার সঙ্গে চ্যাটিং করছে তো কখনও সে তিন-চারদিনের জন্য উধাও হয়ে যাচ্ছে? এদিকে হয়তো বা তার রিপ্লাই আর একটু অ্যাটেনশন পাবার আশায় বসে থাকতে থাকতে আপনার মাথায় টাক পড়তে শুরু হয়ে গেছে! আপনাকে এমন ইঁদুর বানিয়ে রেখে অপরজনের এখানে-সেখানে পাঁউরুটি ছড়িয়ে রাখার মতো প্রেমের আশা ছড়িয়ে রাখাকেই বলে ব্রেডক্রাম্বিং। তবে এমন প্রেম নিয়ে আশাবাদী হবার চেয়ে নিরাশ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

 Love Bombing

প্রেম শুরু না করতেই ২৪ ঘণ্টার মাঝে ৩৬৫ বার ‘আই লাভ ইউ’কিংবা ‘আই মিস ইউ’বলে বেহুঁশ হয়ে যাওয়া বা সারাদিন দেখতে চাওয়া বা নানা গিফট আর কিউট কর্মকাণ্ড করে বেড়ানো কিন্তু খুব খারাপ কিছু না। কিন্তু সাবধান, প্রেমের ডোজ বেশি পড়ে যাওয়ায় যদি আপনার হাঁসফাঁস লাগতে শুরু করে আর তা সত্ত্বেও যদি পার্টনার প্রেমের ডোজ না কমিয়ে আপনাকে দোষারোপ করে ‘Guilt Trip’ এ পাঠিয়ে দেয় তবে তা লাভ বম্বিং। ভালোবাসা হওয়া উচিৎ আরামের, শান্তির। লাভ বম্ব করে আপনার শান্তির তেরোটা বাজিয়ে দিলে তা কিন্তু ৯ নম্বর বিপদ সংকেতওয়ালা রেড ফ্ল্যাগের সমান।

Situationship

একজনের সঙ্গে খুব প্রেম প্রেম ভাব, ঘুরতে যাচ্ছেন, সুখ-দুঃখের গল্প করছেন, সারারাত কথা বলছেন, মাঝেমাঝে তার থেকে বেশি কিছুও করছেন, কিন্তু আপনারা সেটাকে প্রেম বলতে নারাজ। কেউ আপনাদের ভুল করে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড বলে ফেললে আপনারা আঁতকে উঠে বলছেন, ‘না না, আমরা তো প্রেম করি না।’ এমন এক সিচুয়েশনে আছেন যে আপনি নিজেও জানেন না আপনি প্রেম করছেন নাকি করছেন না! ব্যাপারটা বুঝতে কষ্ট হচ্ছে তো? সিচুয়েশনশিপ ব্যাপারটাই এমন। কেউই বুঝতে পারে না তারা কী করছে। শুধু তাই নয়, আশেপাশের মানুষও বোঝে না তারা কী করছে। বিভ্রান্তি কাটাতে নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নেওয়া ছাড়া এমন সিচুয়েশন থেকে বের হওয়ার অন্য কোনো উপায় নেই।

Ghosting

দিনরাত কারো সঙ্গে কথা বলছেন, সুযোগ পেলে দেখা করছেন, মনে মনে তাকে বন্ধু থেকে বেশি কিছুও ভাবছেন, কিন্তু হুট করেই কথা নেই, বার্তা নেই, সে উধাও হয়ে গেল। কেন যে সে হুট করে যোগাযোগ বন্ধ করে দিয়ে আপনার জীবন থেকে বিদায় নিয়ে নিলো, তা জানানোরও প্রয়োজন মনে করছে না। এমন অবস্থায় যদি কখনও পড়ে থাকেন, তবে ধরে নিন আপনাকে ঘোস্ট (Ghost) করা হয়েছে। সাধারণত Emotionally Unavailable বা আবেগ-অনুভূতিহীন মানুষেরা অন্যের অনুভূতিগুলোকেও তেমন পাত্তা দেয় না। তাই কিছুদিন আপনার খুব ভালো সঙ্গী হয়ে থাকলেও হুট করেই তারা আপনাকে ঘোস্ট করে দিতে পারে। অর্থাৎ আপনাকে তাদের জীবন থেকে এমনভাবে মুছে ফেলবে যেন আপনার অস্তিত্বই ছিলো না কখনও, আপনি বুঝি ভূত! 

যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের সম্পর্কগুলোতে এসেছে নানা ধরনের পরিবর্তন। ওপরের সবগুলো কর্মকাণ্ডই কিন্তু বহু আগে থেকে হয়ে আসছে। GenZরা এই অভিজ্ঞতাগুলোকে নতুনভাবে নামকরণ করেছে মাত্র। নিজেদের মতো করে অনুভূতি, অভিজ্ঞতা ও ভাবাবেগ বোঝাতে একটা নতুন ভাষা আবিষ্কার করে ফেলা কিন্তু চাট্টিখানি কথা নয়। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলে এই ‘মহাপণ্ডিত’ জেনারেশন থেকে কিন্তু আপনিও শিখে ফেলতে পারবেন অনেক কিছু!

২৩৯ পঠিত ... ১৮:১১, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top