কার্টুনিস্টদের চোখে মেয়েদের দক্ষিণ এশিয়া জয়

১৩৪৪ পঠিত ... ১৬:২৮, সেপ্টেম্বর ২০, ২০২২

নারীদের দমিয়ে রাখার পুরুষতান্ত্রিক মনোভাব হানা দিয়েছিলো মেয়েদের ফুটবলেও। ধর্মের, সমাজের দোহাই দিয়ে নারীদের ফুটবলকে রুখে দিতে চেয়েছিলেন অনেক। কিন্তু সমাজের চোখ রাঙানী, ধর্মের দোহাই কোন কিছুই দমিয়ে রাখতে পারেনি আমাদের মেয়েদের। সকল প্রতিবন্ধকতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমাদের মেয়েরা সবসময়ই নিজেদের প্রমাণ করেছেন। সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েদের চ্যাম্পিয়ন হওয়া যেন অন্যরকম আনন্দ নিয়ে হাজির হয়েছিলো। ফুটবল ছাপিয়ে জীবনের সকল ক্ষেত্রে এই ট্রফি যেন মেয়েদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়েই ধরা দিয়েছিলো সবার মনে। বিষয়টি ফুটে উঠেছে দেশের কার্টুনিস্টদের তুলিতেও। ইন্টারনেট থেকে পাওয়া এমন কিছু কার্টুন তুলে ধরা হলো eআরকির পাঠকদের জন্য।

১#

307667737_633209018198715_4956778335092123434_n

২#

Celebration-cartoon-for-site

৩#

Mahtab-cartoon-for-site

৪#

307562908_523215653138003_6509425920294605470_n

৫#

307911816_693402292146058_4560979204217577258_n

৬#

307661642_956704825246188_3621621442155092029_n

৭# 

307047350_1287095185468468_117766512984919744_n

১৩৪৪ পঠিত ... ১৬:২৮, সেপ্টেম্বর ২০, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top