বৃহস্পতিবার নিয়ে যে ফ্যাক্টগুলো আপনি নাও জানতে পারেন

৬৭৯ পঠিত ... ১৭:৫৫, জানুয়ারি ২৭, ২০২২

Bisshdbar-Fact

বৃহস্পতিবারকে বলা হয় ছুটির রাজা। অর্থাৎ, শুক্রবার আমাদের মূল ছুটির দিন হলেও এর প্রস্তুতি শুরু হয় বৃহস্পতিবার থেকে। সেই হিসেবে বৃহস্পতিবারের মাহাত্ম্য অপরিসীম। বৃহস্পতিবারের জন্য আমাদের অপেক্ষা এবং উত্তেজনার কোন সীমা না থাকলেও এ দিন সম্পর্কে আমরা এখনো অনেক কিছুই জানি না। চলুন আজ জেনে আসি বৃহস্পতিবার সম্পর্কে কিছু অজানা তথ্য...

১) বৃহস্পতিবার নিয়ে জানতে হলে আমাদের প্রথমেই জানা উচিত এর নামকরণ নিয়ে। বৃহস্পতিবার ইংরেজি Thursday, মূলত স্ক্যান্ডিনেভীয়দের (বিশেষত নরওয়ের) বজ্রপাতের দেবতা এবং ওডিনের ছেলে থর এর নাম থেকেই এর নাম প্রথমে হয়েছে Thor's Day এবং পরবর্তীতে Thursday!

২) ল্যাটিন উৎসসহ বেশিরভাগ ভাষায়, বৃহস্পতিবার/থার্সডের নামকরণ করা হয়েছে দেবতা এবং গ্রহ ‘জুপিটার’ এর নামে। জুপিটারকে আকাশ এবং বজ্রের প্রধান দেবতা হিসাবে আখ্যায়িত করা হয় যিনি তার বজ্রধ্বনি দিয়ে তার শক্তিকে সমুন্নত রেখেছেন। এছাড়াও বৃহস্পতি গ্রহের জ্যোতিষশাস্ত্রীয় এবং জ্যোতির্বিদ্যা সংক্রান্ত চিহ্ন কখনও কখনও বৃহস্পতিবারের প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয়ে থাকে।

৩) সাবেক সোভিয়েত ইউনিয়ন বৃহস্পতিবার দিনটিকে 'মাছ দিবস' ঘোষণা করেছিলো।বৃহস্পতিবার দিনটিতে রেস্তোরাঁ এবং অন্যান্য খাবার দোকান গুলিতে মাংসের খাবারের পরিবর্তে মাছের পরিবেশন করতে হতো।  ১৯৭০ এর দশকে এটি কার্যকর হয় এবং কমিউনিজমের পতন পর্যন্ত এটি অব্যাহত থাকে।

৪)আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না তবে যুক্তরাজ্যে  নির্বাচন সবসময় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এটি একটু অদ্ভুত বলে মনে হতে পারে কারণ এর পেছনে বিশেষ কোনো কারণ নেই, কেবলই ঐতিহ্য। শেষ যে বছর যুক্তরাজ্যের নির্বাচন বৃহস্পতিবার ঘটেনি তা ছিলো ১৯৩১ সাল। সবাই সেবার ভোট দিয়েছিল মঙ্গলবার! 

৫) ১৯৫০ থেকে ১৯৬০ দশকের মাঝামাঝি সময়ে  কিছু আমেরিকান স্কুলে অদ্ভুত এক ধারণার প্রচলন ছিল।  বৃহস্পতিবার সবুজ রঙ পরলে লোকেরা আপনাকে সমকামী হিসেবে ধরে নিতো!  

৬) থাই সৌর ক্যালেন্ডার অনুযায়ী কমলা রঙটি বৃহস্পতিবারের সাথে যুক্ত।

৭) বৌদ্ধ অধ্যুষিত থাইল্যান্ডে বৃহস্পতিবারকে 'শিক্ষক দিবস' হিসাবে বিবেচনা করা হয়। এবং বিশ্বাস করা হয় যে, বৃহস্পতিবারেই কেবল একজন ব্যক্তির শিক্ষা জীবন শুরু করা উচিত। শুধু তাই নয়, থাইল্যান্ডের বেশিরভাগ গ্রাজুয়েশনও অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

৮)অস্ট্রেলিয়াতে বেশিরভাগ সিনেমার প্রিমিয়ার শো গুলিই দেখানো হয় বৃহস্পতিবার। শুধু তাই নয়, এদেশে বেতনভাটাও দেওয়া হয় বৃহস্পতিবারই!

৯) ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ISO ৮৬০১ অনুসারে, বৃহস্পতিবার হলো সপ্তাহের চতুর্থ দিন!

১০) বৃহস্পতিবার দিনে জন্মগ্রহণ করে থাকেন তাদের ওপর সাধারণত জুপিটার /বৃহস্পতি গ্রহের প্রভাব থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তারা জীবনে অনেক ধন সম্পত্তির মালিক হয়ে থাকেন। তারা কখনোই ক্ষুদ্রতার মুখে পড়েন না। তারা প্রায়ই ডিপ্রেশন এ থাকলেও জীবনকে ইতিবাচকভাবেই নিয়ে থাকেন!

৬৭৯ পঠিত ... ১৭:৫৫, জানুয়ারি ২৭, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top