আজ বিশ্ব ডাক দিবস! সারাবিশ্বে চিঠি আদানপ্রদানের মাধ্যমে এই দিবস পালন করা হলেও একটু ভিন্নভাবে এই দিবসটি পালন করেছেন অন্তর্বর্তীকালিন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। একটি সম্পূর্ণ ভূয়া সূত্র থেকে জানা গেছে, মহা ধুমধামে ওয়েস্টিনে বন্ধুদের নিয়ে ডাকের মাংস খাওয়ার আয়োজন করেছেন তিনি।
এই আয়োজন সম্পর্কে নিজের ফেক আইডি থেকে তিনি বলেন, আজ বিশ্ব ডাক দিবস শুনে খুব ভালো লাগল। সকালেই জানতে পারি ব্যাপারটা। এরপরই বন্ধুদের নিয়ে ডাকের মাংস খাওয়ার উদ্দেশ্যে নীলা মার্কেট যাই। কিন্তু সেখানে দোকান বন্ধ থাকায় ওয়েস্টিনে আয়োজন করি।
তিনি আরও বলেন, শরীর-স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা জরুরি। সেজন্য এইসব দিবস পালন করতে হবে। মানুষ হিসেবে জন্মে ডাক দিবসে যদি একটু ডাকই না খেলাম তাহলে এ জীবন রেখে আর কী লাভ! আমরা ডাকের মাংস খেয়েছি, আপনারাও খান।
তবে আসিফ মাহমুদের এমন কর্মকাণ্ডের অনেকে সমালোচনা করেছেন। পাশাপাশি সমালোচনাকারীদের সমালোচনা করেছেন আসিফ মাহমুদের পাগলা ফ্যানরা। এমনই এক পাগলা ফ্যান বলেন, ভাই, আপনারা যেদিন ইচ্ছা সেদিন সমালোচনা কেন করেন? আমাদেরকে আগে জিজ্ঞেস করবেন, কবে সমালোচনা করতে হবে। এরপর আমরা আপনাদেরকে জানাব। সেভাবে আমাদের সুবিধা অনুযায়ী সমালোচনা করবেন! সমালোচনার একটা আদব লেহাজ আছে না! নাকি আপনাদেরকে আদব-লেহাজ শেখানো দরকার?