'কুন জায়গায় বেতা গো' গাইলেই পটে যাচ্ছে ক্রাশ

২৯১ পঠিত ... ১৭:২৭, মে ০৬, ২০২৩

 

কুন-জায়গায়-বেতা-গো

‘কুন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা’ এটা শুধু গানই নয়। এবার ক্রাশ পটানোর মন্ত্র হিসেবেও কাজ করছে তরুণ প্রজন্মের জন্য। এই মন্ত্র পাঠ করেই তরুণরা পটিয়ে নিচ্ছেন নিজেদের ক্রাশকে। সে সিনিয়র, জুনিয়র যেই হোক না কেন, গান শুনালেই পটে যাচ্ছে!

 

এমনই এক যুবক আমাদের জানালেন, ‘আমার ক্রাশকে আমি ৩ বছর ধরে ফলো করছি। কতোকিছু করি তবু কিচ্ছু হয় না। এমনকি আমার মেসেজ, কল কোনোকিছুর রেস্পন্সও পাইতাম না। এরমধ্যে এই গান ভাইরাল হলো আর আমিও গাওয়া শুরু করলাম। এভাবেই একদিন ক্রাশকে মেসেজ লিখলাম, কুন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা? মেসেজ লেখার ১ ন্যানো সেকেন্ডের মধ্যে রিপ্লাই আর তারপর থেকেই আমাদের প্রেম। আমাদের জন্য দোয়া করবেন।‘

এক গোপন সূত্রের মাধ্যমে জানা গেছে, শহরের বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে যুবক সমাজ সমস্বরে গেয়ে যাচ্ছেন এই গান। লক্ষ্য একটাই, পটাতে হবে ক্রাশ!

তবে দুঃখজনকভাবে এক যুবক ভাই আমাদের জানালেন, ‘না ভাই, না। সব ক্রাশ পটে না! আম্মি এ পর্যন্ত আমার ৬টা ক্রাশকে এই গান শোনাইলাম, পটা তো দূর তিনটা আমাকে ব্লক করে দিয়েছে, দুইটা আনফ্রেন্ড আর আরেকটা তো জুতা নিয়ে বাড়িতেও আসছিল! শুনলাম যে জুতা নিয়ে আসছে তার বয়ফ্রেন্ড নাকি সন্দেহ করছে, আমি তাকে কুন জায়গায় ব্যতা দিয়েছি এই নিয়ে।‘   

২৯১ পঠিত ... ১৭:২৭, মে ০৬, ২০২৩

Top