সংসদের পর জেলখানায় কয়েদীদের গান শোনাতে চান মমতাজ

৬৯ পঠিত ... ১৭:৪২, মে ১৩, ২০২৫

7

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন একের পর এক নাটকীয় মোড়, তখন আবির্ভূত হলেন গানের পাখি মমতাজ—এবার আর সংসদের মঞ্চে নয়, জেলখানার স্টেজে। আওয়ামী আমলে সংসদ হয়ে উঠেছিল তার গানের মঞ্চ। এমনকি অনেক এমপিও মমতাজের সাথে কণ্ঠ মিলিয়ে গেয়ে উঠতেন—কেউ তাল মিলিয়ে, কেউ তাল হারিয়ে।

তবে সরকার যাওয়ার পর যখন অনেকেই জার জার ওবস্তান থেকে পালালেও পালাতে পারেননি এই শিল্পী কাম সংসদসদস্য। লুকিয়ে ছিলেন ধানমন্ডিতে, গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পর মমতাজ ফ্যানদের বুক ফাইট্টা গেলেও মমতাজ শুনিয়েছেন আশার বাণী। গ্রেফতার হওয়ার বিষয়টিকে নেতিবাচক হিসেবে না নিয়ে তিনি জানিয়েছেন জেলখানার মঞ্চে কয়েদীদের গান শুনিয়ে কাটিয়ে নিজের জেলজীবনে অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে চান।

বিষয়টি নিয়ে আমাদের ভাড়াটে প্রতিবেদককে মমতাজ বলেন, সংসদ তো গেল, এখন কয়েদিদের বিনোদন দেওয়ার সময়। তাদেরও তো মন আছে, কান আছে। ওখানে গান গেয়ে যদি কিছু কষ্ট হালকা করা যায়!

শোনা যাচ্ছে, কারাগারে ইতিমধ্যেই মমতাজ আপার জন্য স্টেজ সাজানো শুরু হয়েছে। এমনকি মমতাজ আপার গ্রেফতাদের খবরে খুশির বন্যা বয়ে যাচ্ছে ইতিমধ্যেই জেলে থাকা আওয়ামী নেতাকর্মীদের মাঝে। এমনকি কেউ কেউ #মরার_কোকিলকে_স্বাগতম হ্যাশট্যাগে টুইটও করে ফেলেছেন। পরে অবশ্য মোবাইল না থাকা সত্ত্বেও টুইট কীভাবে করলেন জানতে চাইলে টুইট নিজে নিজে ডিলিট হয়ে যায়।

৬৯ পঠিত ... ১৭:৪২, মে ১৩, ২০২৫

Top