নিজেদের গান 'হারিয়ে যাও তুমি' মুহিবুল্লাহকে উৎসর্গ করল Arbovirus

৮৬ পঠিত ... ১৫:৫২, অক্টোবর ২৮, ২০২৫

সম্প্রতি নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়ে ধরা খেয়েছেন গাজীপুরের মুফতি মুহিবুল্লাহ নামের একজন। প্রথমে মানুষজন তার প্রতি সহানুভূতিশীল থাকলেও পরে তার কারসাজি ফাঁস হয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল হাসিঠাট্টা। কেউ বলছেন, উনি অপহৃত না, অপহরণ শিল্পের পথিকৃৎ। আবার কেউ লিখছেন, এই নাটকটার স্ক্রিপ্ট নেটফ্লিক্সে দেওয়া উচিত। 

তবে এসব ট্রল, মিম, আর রিলের ভিড়ের মাঝেও ব্যতিক্রমী এক সাংস্কৃতিক উদ্যোগ নিয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড Arbovirus। নিজেদের বিখ্যাত গান ‘হারিয়ে যাও তুমি’ মুহিবুল্লাহকে উৎসর্গ করেছে তারা। ব্যান্ডের সদস্যরা জানিয়েছেন, গানটা এতদিন প্রেমে হারিয়ে যাওয়া মানুষদের নিয়ে ছিল। কিন্তু এখন আমরা এমন এক বাস্তব চরিত্র পেয়েছি, যিনি শুধু হারাননি, বরং হারিয়ে যাওয়াটাকেই এক নতুন শিল্পে উন্নীত করেছেন। উনি হারিয়েও খুঁজে পেয়েছেন নিজেকেই—এই তো প্রকৃত সেলফ-ডিসকভারি।

Arbovirus আরও জানিয়েছে, তারা নতুন করে মুহিবুল্লাহকে দিয়েই এই গানের মিউজিক ভিডিও বানাতে চায়। এই ভিডিওটিতে দেখা যাবে, মুহিবুল্লাহ নিজের চোখে নিজেই কাপড় বেঁধে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছেন এক গলির ভেতর, আর পেছনে বাজছে, ‘হারিয়ে যাও তুমি… আবার নিজেই খুঁজে পাও তুমি।’

৮৬ পঠিত ... ১৫:৫২, অক্টোবর ২৮, ২০২৫

Top