দেশে আবারও ‘ক্যু’ গুজবের হাওয়া। আর সেই হাওয়া ধরেই ফ্রান্সে বসে প্রতিবারের মতো ফেসবুক লাইভেও এসেছেন পিনাকী ভট্টাচার্য। তবে এবারে পিনাকী আছেন বিপদে, কারণ তার বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করেছে দুষ্টু কোকিল।
মামলার মূল কারণ হিসেবে জানা গেছে, পিনাকী ভট্টাচার্য নাকি ‘ক্যু’ শব্দটি এত বেশি ব্যবহার করছেন যে তা এখন ‘কু কু কু কু’–এর মতো শোনাচ্ছে। হালের আলোচিত শাকিব খানের সিনেমার সেই বিখ্যাত গানের লাইন—দুষ্টু কোকিল ডাকে রে কু কু কু কু’—এর সুর আর ডাক নাকি নিজের লাইভে বারবার কপি করছেন পিনাকী। ফেসবুক লাইভের ক্লিপ বিশ্লেষণ করে বিশেষ-অজ্ঞরা জানিয়েছেন, এক ঘণ্টার লাইভে পিনাকী কমপক্ষে ৪৭ বার ‘ক্যু’ বলেছেন। আইনজীবীরা দাবি করেছেন, এতবার ‘ক্যু’ বলা মানে হলো সরাসরি কোকিলের ডাকের প্যাটার্ন চুরি করা।
এদিকে ফেসবুক লাইভেই প্রতিক্রিয়ায় দুষ্টু কোকিল বলেন, আমার ডাক কপি করবি? আমি কিন্তু ডিপজলের ফ্যান। একদম কু কইরা দিমু। পিনাকী অবশ্য নিজের ডিফেন্সে বলেন, আমি শুধু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ‘ক্যু’ বলেছি, কোকিলের ডাক কপি করার কোন ইচ্ছা আমার নাই। আমি দুষ্টু পিনাকী, দুষ্টু কোকিল কেন হতে যাব। পুরো বিষয়টি নিয়ে দেশ এখন দুই শিবিরে বিভক্ত: একপক্ষে আছে দুষ্টু কোকিল সাপোর্টার্স গ্রুপ, অন্যপক্ষে ‘Three inches’ ক্যু অ্যালায়েন্স। উভয় পক্ষই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, যেখানে একপক্ষ বলছে ‘কু কু কু’, আরেকপক্ষ বলছে ক্যু ক্যু ক্যু।