ফ্রান্স সরকার নতুন এক মন্ত্রণালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে, মন্ত্রণালয়ের নাম উসকানি বিষয়ক মন্ত্রণালয়। বিশ্বের নানা প্রান্তের মবস্টারদের ক্রমাগত উসকানির ওপরে রাখাই এই মন্ত্রণালয়ের উদ্দেশ্য। কিন্তু সমস্যা হলো, ফ্রান্সে এমন দক্ষতা সম্পন্ন লোক খুব কমই পাওয়া যায়। ফলে সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ফরাসি কাউকে নয় খোঁজা হচ্ছে বাংলাদেশি কাউকে। কারণ, উসকানির ক্ষেত্রে বাংলাদেশের লোকদের ‘ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অভিজ্ঞতা’ আছে বলেই মনে করে ফরাসিরা।
ইতিমধ্যেই গুজব ছড়ানো কিংবা উসকানি দেওয়ায় অভিজ্ঞ এমন কাউকে পেলেই কেবল নিয়োগ দেওয়া হবে এই মন্ত্রণালয়ে, পাশাপাশি ফ্রান্সে বসবাসরতদের জন্য থাকবে নিয়োগে অগ্রাধিকার, এমনটাই জানানো হয়েছে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। তাদের কাছে ইতিমধ্যেই বেশ কিছু সিভি জমা পড়েছেও বলে জানিয়েছে ফ্রান্স সরকার, তবে জমা হওয়া কোনো সিভিই এখনও মনমতো হয়নি।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আমরা এমন কাউকে চাই, যিনি শান্তিপূর্ণ কোনো পরিস্থিতিকেও ‘নতুন উত্তেজনার সম্ভাবনা’ বানিয়ে ফেলতে পারেন। পৃথিবীতে সবাই শান্তির কথা বলে; আমরা একটু আলাদা হতে চাই। শুনেছি আপনাদের দেশের একজন এখানে আছেন তবে উনি বাংলাদেশে ফ্রেঞ্চ রেভ্যুলেশন ঘটানোর কাজে ব্যস্ত থাকায় তাকে খুঁজে পাচ্ছি না, তবে আমরা আশা রাখছি উনি দ্রুতই আমাদের দেশের দিকেও নজর রাখবেন এরপর উসকানি আর মবের খেলা হবে।


