ক্যু-এর আভাস দিল পিনাকী, জবাবে কলিজা ছিঁড়ে ফেলার হুংকার সারজিসের। ডাক্তারের পরামর্শ: ঘুম যা

১১ পঠিত ... ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে

শরতের শেষের দিকে, সাময়িক রিটায়ার করা কোকিল সমাজ হঠাৎ দেখে, কে যেন বসন্তের আগেই ক্যু ক্যু ক্যু করা শুরু করে দিয়েছে। হন্তদন্ত হয়ে ফেসবুকে লগ ইন করেই দেখে, বিশাল গোঁফসহ আজব এক প্রাণী লাইভে গিয়ে আগামভাবে তাদের রয়ালিটি করা মিউজিক দখল করতে চাচ্ছে।

পরে কাহিনী উদঘাটন করতে গিয়ে দেখা যায়, রাজপথে রীতিমতো অক্টোবর বিপ্লব ২ নামানোর ধান্দায় বিশিষ্ট গায়েবি হুজুর পিনাকী ভট্টাচার্য উদ্ভ্রান্ত হয়ে লাইভে আবোলতাবোলভাবে ক্যু ক্যু করছিলেন। তিনি জলপাই রঙের ঢাকার ৬ নাম্বার বাস দেখে আতংকিত হয়ে বললেন, সেনাবাহিনী ফায়ার করতে করতে প্রধান উপদেষ্টার ভবন বরাবর আগাচ্ছে, হাসিনা নতুন বেগুনি রঙের শাড়ি পরে মুখে লিপস্টিক মেখে লীগের পেজ থেকে সেলফি আপলোড দিয়ে বলছে, “আইতেসি আমি ৫ মিনিটের মধ্যে আইতেসি।’ এই নিয়ে তিনি ভেবেছিলেন, ফ্রান্স থেকে তিনি বিপ্লবের ডাক দিলে জনগণ রাস্তায় নেমে বিপ্লব ঘটায়ে দিবে, তিনি হয়ে যাবেন ফরাসি বিপ্লবের দ্বিতীয় শিশু।

এদিকে পিনাকীর এই গুজবে আতংকিত হয়ে পঞ্চগড় বর্ডারে সেইফ এক্সিট নিতে যাওয়া সার্জিস শেষ হুংকার দিয়ে বলেন, যারা এমন করছে তাদের কলিজা কেটে ছিঁড়ে ফেলব। যদিও পঞ্চগড়ের বিদ্যুৎ অফিস ফ্যাসিস্টের দোসর হওয়ার কারণে তার এই হুংকার দেওয়ার সময় বিদ্যুৎ বন্ধ করে রাখার ফলে জনগণ শুনতে পায়নি ভালোভাবে। সেজন্যে কেউ কেউ তার বক্তব্য নেসকোর দিকে ঘুরিয়ে দিচ্ছেন।

শেষমেষ সানডে রাতে মুভি দেখতে বসা মানসিক ডাক্তার দেশ থেকে কলের পর কল পেয়েছেন এক রোগীর ব্যাপারে। পরে কনটেক্সট জেনে সানডে রাতে রোগী পিনাকীর সানডে মানডে ক্লোজ করতে তিনি লাইভে গিয়ে প্রেসক্রিপশন দিলেন, ‘ঘুম যা শালারপুত’। এ দেখে ডুকরে কেঁদে পিনাকী বলল, ‘সায়ের ভাই, আমি তো ঘুমই যাচ্ছিলাম। এবং ঘুমের মধ্যেই তো এসব স্বপ্ন দেখছিলাম যে হাসু বুবু আমাকে কানে ধরে উঠবস করাচ্ছে। ভাবছিলাম একটা আন্দোলনের ডাক দিয়ে ঘুমিয়ে যাই। লোকজন রাস্তায় নামবে আমি নাক ডেকে ঘুমাব। কিন্তু বিধাতার কী নির্মম পরিহার, সকালে উঠে দেখেই আমার মারা সারা। একটা লোকও আমার কথা শুনে রাস্তায় আসলো না! আইলসা বাঙালি! 

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সারজিস নামের এক রাজনীতিবিদকে দেখা গেছে রাস্তায় রাস্তায় কলিজা খুঁজে বেড়াচ্ছেন। জানতে চাইলে তিনি বলেন, শুনেছি ক্যু রোগের সবচেয়ে ভালো ওষুধ কলিজা! তাই খুঁজছি। কিছু পেলে আমি পিনাকীদা রান্না করে খাব।  

১১ পঠিত ... ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে

Top