কিশোর পাশা একটা স্টেশন রাকিব হাসান চলে গেলে এই স্টেশনে কোনো ট্রেন থামবে না

৭০ পঠিত ... ১৮:২০, অক্টোবর ১৬, ২০২৫

লেখা: এটিএম গোলাম কিবরিয়া
তিন গোয়েন্দা-মাসুদ রানা-হিমু-অনিমেষ-অতীন-ধ্রুব যথাক্রমে রকিব হাসান, কাজী আনোয়ার হোসেন, হুমায়ুন আহমেদ, সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায় ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই ছয় চরিত্রের হাত ধরে আমরা টিনেইজে অভিষিক্ত হতাম। এই ট্রাজেক্টরির বাইরে চোরাগোপ্তা আক্রমণ শানাতেন জাফর ইকবাল, শাহরিয়ার কবির ও সঞ্জীব চট্টোপাধ্যায়। এই ছিল রিডিং লিস্ট। স্পর্শকের মতো ছিল সাইমুম সিরিজ। আমাদের আগের জেনারেশনে ছিল কুয়াশা, দস্যু বনহুর ও দস্যু বাহরাম। রোমেনা আফাজ নামের এক আনএসিউমিং গৃহবধু বনহুর সিরিজ লিখতেন। আশি নব্বইয়ের মফস্বলে যখন ইত্তেফাক ও বিটিভি একমাত্র দেশদর্পণ, তখন রকি বিচ, কবীর চৌধুরী আইটেম সংয়ের মতন বর্ণিল ও সেক্সি ছিলেন। এই ছিল বিটিভি মর্ডানিটির কাল, এরপরে আমরা ডিশটিভি মর্ডানিটি, ইন্টারনেট মর্ডানিটি হয়ে স্মার্টফোন মর্ডানিটিতে প্রবেশ করব। রকিব হাসান ও আনোয়ার হোসেন আমাদের বালেগ করার দায়িত্ব নিয়েছিলেন, বিদেশে এটাকে ‘কামিং অফ এইজ' লিটারেচার বলা হয়। 

যখন আপনি মানবসন্তান জন্মের প্রক্রিয়া আন্দাজ করতে পারেন কিন্তু আর্টিকুলেইট করতে পারেন না, সেইটাই কামিং অফ এইজ, কৈশোর। ক্যাচার অফ দ্য রাইয়ের হোল্ডেন কফিল্ড যেরকম ছিল। দুনিয়াটা যার কাছে phony, মেকী লাগত। কিশোর পাশা হোল্ডেন কফিল্ড ছিল না, তার ওপর দায় ছিল আমাদের শিক্ষিত করার। মাসুদ রানার দায় ছিল আমাদের পুরুষ বানানোর। পুরুষ, যে টানে কিন্তু বাধনে জড়ায় না। সেবা প্রকাশনী গত পঞ্চাশ বছর নিরলসভাবে এই দায়িত্ব পালন করে গেছে। আজকে রকিব হাসান মারা গেলেন, ইতিহাস হয়তো তাকে একজন জেনেরিক জনরা রাইটার হিসেবে মনে রাখবে, কিন্তু নব্বই দশকের  ইন্টারনেটবিহীন দুনিয়ায় রকিবকে আমি একজন জাদুকর হিসেবে মনে রাখব। আঠারো টাকার পেপারব্যাক, প্রচ্ছদে বাঙালী চেহারার সোনালী চুলো কিশোর, তিন গোয়েন্দার নতুন কোনো এডভেঞ্চার, আমি জানি দুনিয়া আমার জন্য প্রসারিত বাহু নিয়ে অপেক্ষা করছে, আমি জানি আমি পেড়ে ফেলব তাকে। বুভুক্ষু পাঠকের জন্য অবারিত জানালা ওপেন করেছে সেবা প্রকাশনী। যোগাযোগ দূর্লভ দুনিয়ার চার্ম যদি তুমি পেতে, তবে তুমি অপেক্ষার মর্ম বুঝতে, তুমি জানতে গুগল করে কিশোর পাশাকে পাওয়া যাবে না। কিশোর পাশা একটা স্টেশন, রকিব হাসান চলে গেলে এই স্টেশনে কোনো ট্রেন থামবে না।

৭০ পঠিত ... ১৮:২০, অক্টোবর ১৬, ২০২৫

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top