দাড়ি নিয়ে যত বাড়াবাড়ি: অদ্ভূত কিছু মজার তথ্য

২৪৯১ পঠিত ... ১৭:৫৬, সেপ্টেম্বর ০৪, ২০২১

প্রতিবছর ৪ সেপ্টেম্বর পৃথিবীজুড়ে পালিত হয় ‘বিশ্ব দাড়ি দিবস’। দাড়ির প্রয়োজনীয়তা আর ‘ইজ্জত’ সবার মাঝে ছড়িয়ে দিতেই পালন করা হয় এই দিবস। এই দিনে সাধারণত পরিবারের দাড়িওয়ালা মানুষরা পায়ের উপর পা তুলে ছুটি কাটান, বাড়ির কোন কাজকর্মেই তারা অংশ নেন না। তাদের দাড়ির প্রতি সম্মান জানিয়ে পরিবারের দাড়িবিহীন সদস্যরাই নাকি সব কাজকর্ম সারেন। এই বিশেষ দিবসে জেনে নেওয়া যাক দাড়ি নিয়ে কিছু বাড়াবাড়ি পর্যায়ের উদ্ভট তথ্য। 

dari thumb

 

দাড়ির দন্ড!

কোনো এক অজানা কারণে রোমান সম্রাটরা ছিলেন খুবই দাড়িবিদ্বেষী। তাদের শাসনামলে দাড়ি রাখার জন্য বিশেষ লাইসেন্সের প্রয়োজন পড়তো। রাজা অষ্টম হেনরি তো বিদ্বেষের মাত্রা আরো এক কাঠি বাড়িয়ে দাড়ির ওপর ট্যাক্স বসিয়ে দিয়েছিলেন!

 

দাড়ির বিশ্ব প্রতিযোগিতা!

প্রতি বছর ‘বিশ্ব দাড়ি-মোচ এ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠন আয়োজন করে দাড়ি-মোচ বিশ্বকাপের। চাপদাড়ি, মোচ ও লম্বা দাড়ি- এই ৩টি ক্যাটাগরিতে প্রায় ২২ রকমের ইভেন্ট থাকে এই বিশ্বকাপে। এমনকি দাড়িওয়ালা নারীদের জন্যও বরাদ্দ থাকে একটি বিশেষ ইভেন্ট!

 

দাড়ি কাটা উৎসব!

প্রাচীন রোমে একজন পুরুষের প্রথম দাড়ি শেভ করার দিনটিকে উদযাপন করা হতো মহা ধুমধামের সাথে। সদ্য কৈশোর পেরোনো কোন যুবক যেদিন শেভ করতেন, সেদিন পুরো এলাকা জুড়ে চলতো আনন্দ উৎসব, যেমনটা দেখা যায় আমাদের দেশে সুন্নতে খৎনার অনুষ্ঠানে!

 

প্রমোশন না পেলে দাড়ি রাখা বারণ!

ব্রিটিশ সেনাবাহিনীতে সাধারন সৈনিকদের জন্য দাড়ি রাখা নিষিদ্ধ। কেবল পাইওনিয়ার সার্জেন্ট র‍্যাংকের অফিসাররাই দাড়ি রাখার অনুমতি পান। 

 

সোনায় মোড়ানো দাড়ি!

প্রাচীন মিশরে ফারাও সম্রাটদের মধ্যে প্রচলন ছিলো নকল দাড়ি ব্যবহার করার, যা তৈরি হতো খাঁটি সোনা দিয়ে। দেবতা ওরিওসিসের সম্মানে তারা এমন বিলাসবহুল দাড়ি ব্যবহার করতেন।

 

দাড়ির যত্নে মাসব্যাপী আয়োজন!

একজন পুরুষ তার দাড়ির যত্নআত্তি করতে করতেই তার পুরো জীবদ্দশার একটি মাস খরচ করে ফেলেন। 

এই তথ্য পড়েই ভেবে বসবেন না যে, শেভ করলেই সময় বাঁচানো যাবে। পুরুষরা স্রেফ শেভিংয়ের পেছনেই কাটিয়ে দেন জীবনের প্রায় ৪৫ দিন!

 

দাড়ি যখন খাদ্যবস্তু!

ফ্রেঞ্চ ভাষায় হাওয়াই মিঠাই এর প্রতিশব্দ ‘বার্বে এ পাপা’। গুগল ট্রান্সলেটরে শব্দটির ইংরেজি অর্থ হয়, “বাবার দাড়ি!”

 

দাড়ির দাম এক মিলিয়ন!

ZZ ব্যান্ডের দুই গায়ক বিলি গিবন্স এবং ডাস্টি হিল ছিলেন তাদের দাড়ির জন্য বিখ্যাত। রেজর কোম্পানি জিলেট নিজেদের বিজ্ঞাপনের জন্য তাদের এক মিলিয়ন ডলার অফার করে, শুধুমাত্র তাদের দাড়ি শেভ করে ফেলার জন্য!

বলে রাখা ভালো, দুই গায়কের দাড়ির প্রতি ভালোবাসা এতটাই নিঃস্বার্থ ছিল যে, এক মিলিয়ন ডলারের এই অবিশ্বাস্য অফার ফিরিয়ে দিতে তারা দুইবার ভাবেননি!

 

জাদুঘরে রাখা দাড়ি!

বিশ্বের সবচেয়ে লম্বা দাড়ির রেকর্ডটি ছিলো নরওয়েজিয়ান ভদ্রলোক হ্যান্স ল্যাংসেথের। তার দাড়ির দৈর্ঘ্য ছিলো প্রায় ১৭ ফিট। তার মৃত্যুর পর মরদেহ থেকে দাড়ি কেটে এনে সংরক্ষণ করা হয় স্মিথসোনিয়ান জাদুঘরে।  



তথ্যসূত্র: wisebeard.com 

২৪৯১ পঠিত ... ১৭:৫৬, সেপ্টেম্বর ০৪, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top