THE BATTLE FOR BANGLADESH এর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো

৩৬৫ পঠিত ... ১৮:৪০, জুলাই ০৯, ২০২৫

বিবিসিতে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন THE BATTLE FOR BANGLADESH এরই মাঝে সাড়া তুলেছে সচেতন মানুষের মাঝে। এর বিভিন্ন পয়েন্টগুলো পরিণত হয়েছে টক অফ দ্য টাউনে। কী ছিল সেই পয়েন্টগুলো? একনজরে দেখে নিতে পারেন।

  • ৫ আগস্ট ২০২৪, দুপুর ২:৪৩ মিনিটে যাত্রাবাড়ীতে গুলিবর্ষণ শুরু হয়।

 

  • সেনাবাহিনী এলাকা ত্যাগ করার পরপরই পুলিশ আকস্মিক গুলিবর্ষণ শুরু করে। প্রায় ৩০ মিনিটের বেশি সময় ধরে চলে এই হত্যাকাণ্ড।

 

  • যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে কমপক্ষে ৫২ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন

 

  • একই দিনে সংঘর্ষে কমপক্ষে ৬ জন পুলিশ সদস্যও নিহত হন।

 

  • অন্তত ১০০+ মানুষ আহত হন, যাদের অনেককে আশেপাশের হাসপাতালে নেওয়া হয়।

 

  • এ ব্যাপারে পুলিশ মুখপাত্র বিবিসিকে জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় কিছু পুলিশ সদস্য অতিরিক্ত বলপ্রয়োগ করেছেন এবং অপেশাদার আচরণ করেছিলেন।

 

  • ভিডিওতে একটি ভয়েস কলে দেখা যায় শেখ হাসিনা নিজে সিনিয়র কোনো সরকারি কর্মকর্তাকে বলছেন, না, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশ দিয়ে দিছি এখন। এখন লেথাল উইপন ব্যবহার করবে। যেখানে পাবে সোজা গুলি করবে।

 

  • অডিওটি ফরেনসিকভাবে যাচাই করা হয়েছে—কোনো এডিট বা ম্যানিপুলেশনের প্রমাণ মেলেনি। ইয়ারশট নামক ফরেনসিক সংস্থা নিশ্চিত করেছে অডিওটি আসল, কোনো কৃত্রিমতা নেই।

 

  • ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর যাত্রাবাড়ী থানায় আটকে পড়া দুজন পুলিশ সদস্য বিবিসিকে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, ‘যখনই আর্মি চলে গেছে, তখনই আমি বুঝছি এখানে আর বাঁচার আর সুযোগ নাই।’ নিজের অভিজ্ঞতা সম্পর্কে আরেকজন বলেন ‘হ্যাঁ আমরা বলছিলাম, সাহায্য পাঠান। তা না হলে বাঁচা সম্ভব না। কিন্তু কোনো সাহায্য আসে নাই।’

 

  • ভিডিওর শেষে আওয়ামী লীগের এক মুখপাত্রের বরাতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সহ দলের কিছু সিনিয়র নেতা ব্যক্তিগতভাবে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের জন্য দায়ী ছিলেন বা নির্দেশনা দিয়েছিলেন কিংবা আটককৃতদের উপর নিপীড়নে জড়িত ছিলেন বা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন, এমন দাবি আওয়ামী লীগ অত্যন্ত স্পষ্ট ভাষায় অস্বীকার এবং প্রত্যাখান করছে। যেকোনো মৃত্যুই দুঃখজনক, তবে উর্ধতন সরকারি কর্মকর্তারা যেসব সিদ্ধান্ত নিয়েছিলেন, পরিস্থিতি বিবেচনায় সেগুলো ছিল সংগতিপূর্ণ। প্রাণহানি কমিয়ে আনার লক্ষ্যে সরল বিশ্বাসে সেগুলো গ্রহণ করা হয়েছিল। মাঠপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে, সেগুলোর কৌশল নির্ধারণ বা নির্দেশনা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের কোনো সম্পৃক্ততা ছিল না।’ এমনকি এসব বলার শেষে বিবিসির উল্লেখ করা টেপ রেকর্ডিংটি সত্য কিনা সেটি নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করে এই ব্যক্তি।
৩৬৫ পঠিত ... ১৮:৪০, জুলাই ০৯, ২০২৫

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top