লেখা: মীম আরাফাত মানব
‘আমাদের সনাতন ধর্মের ভাইরা কি আমাদের গরু জবাই দেওয়াতে সহযোগিতা করবেন? নাকি মুসলমানরা দুর্গাপূজায় সহযোগিতা করতে পারে?’ এই প্রশ্নটা করেছেন কলামিস্ট আসিফ মাহতাব উৎস।
এইটার উত্তর হইলো, পূজামণ্ডপে গিয়া হারাম হারাম চেঁচামেচি না করা এবং গরু খাওয়াকে হ*ত্যা না বলার মাধ্যমেই সহযোগিতা করা সম্ভব। এই যে কোনো কিছু না করার বা না ঘটার মাধ্যমে যে কারও অধিকার রক্ষা করা যায়, এটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেনরি শিউ তার বেসিক রাইটস: সাবসিস্টেন্স, এফ্লুয়েন্স ও ইউএস ফরেন পলিসি বইতে চমৎকারভাবে দেখাইছেন। তিনি বলতেছেন, একটা অধিকারের তিনটা অংশ থাকে, এভয়ডেন্স, আপনি মূর্তি ভাঙবেন না, প্রটেকশন, ভাঙতে দেবেন না, রিপেয়ার, ভেঙে গেলে ঠিক করে দেবেন। এই তিনটার কোনোটা করতেই আপনাকে সেই ধর্মের অনুসারী হতে হয় না, এবং এই এভয়ডেন্সটা এক ধরনের নেগেটিভ ডিউটি, না করার মাধ্যমে অধিকার রক্ষা।
কলামিস্ট সাহেব অবশ্য পোস্ট দিছেন মানুষকে খেপায়া তুলতে, তাই তার পোস্টের হাজার হাজার রিচ। ব্র্যাক বিশ্ববিদ্যালয় উনাকে পড়াইতে না দিয়া যে শিক্ষার মান বিষয়ক অধিকার নিশ্চিত করছে, এইটাও নেগেটিভ ডিউটির কাতারেই পড়ে।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন