এটাই বাস্তব, চুমু চুমু চুমু, আইলাবিউ

২৭৩ পঠিত ... ১৬:০৬, জানুয়ারি ০৪, ২০২৫

Trendy-Column-22

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড জিনিসটা ভাইরাসের মতো, একজনের হলে সবার হয়। সবাই গা ভাসাই। প্রতি সপ্তাহেই কোনো না কোনো ভাইরাস সপ্তাহজুড়ে মানুষের প্রোফাইলে থাকে, খাওয়া-দাওয়া করে, ঘুমায় আবার নতুন ট্রেন্ড আসলে বিদায় না নিয়েই চলে যায়।

৩৬৫ দিনই আলোচনায় থাকা রিপন ভিডিওর এমনই একটা ডায়লগ গত সপ্তাহে সোশ্যাল মিডিয়াজুড়ে ভাইরাসের মতো ছড়িয়েছে। ভাইরাস সোশ্যাল মিডিয়া অব্দি থাকলেই ভালো কিন্তু, আপনার জীবনে যদি ট্রেন্ডের সাথে গা ভাসানো বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকা কিংবা অফিস কলিগ থেকে থাকে, তাহলে আমার মতো বাস্তব জীবনেও আপনার পড়তে হবে ট্রেন্ডের মুখোমুখি। এটাই বাস্তব, হা হা হা, আইলাবিউ।  

রিপন ভিডিও তার কোনো একটা ভিডিওর শেষে বলেছে, এটাই বাস্তব, হা হা হা, আইলাবিউ। সেই থেকে সোশ্যাল মিডিয়াজুড়ে সবার বক্তব্যের পরেই, এটাই বাস্তব, হা হা হা, আইলাবিউ। এমন একটা ট্রেন্ডে বন্ধু-বান্ধব অংশগ্রহণ করলে তাও মেনে নেওয়া যায়। কিন্তু, আমার ফ্রেন্ডলিস্টের এক আঙ্কেলও এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন, তিনিও জানিয়েছেন এটাই বাস্তব, চুমু, চুমু, চুমু। তবে, এই চুমু শুধুমাত্র লেখার পরের একটা অংশ না, এটা আসলেই বাস্তব। তিনি আসলেই চুমু খেতে চান, তাও এক/দুইজনকে না, তার বক্তব্য অনুযায়ী তিনি একটা গোটা জেনারেশনকে চুমু খেতে চান। তার এমন বক্তব্যের পর সেই জেনারেশনের একজন অ্যাক্টিভ জীবিত মানুষ হওয়ায় ডরে আমার শরীর কাঁপতেছে (পড়ুন ঠান্ডায়)। এমন একটা বক্তব্যের পর আমার সাথে সাথে কাঁপছেন আমাদের গোটা জেনারেশন, ভয়ে বাসা থেকে বের হচ্ছেন না অনেকেই, বের হলেও ব্যবহার করছেন এক্সট্রা প্রোটেকশন। এমনকি আঙ্কেলের বক্তব্যের পর দাঁত ব্রাশ করাও ছেড়ে দিতে বাধ্য হয়েছেন লক্ষ লক্ষ তরুণ-তরুণী, কেননা ‘ক্লোজ আপ কাছে আসার গল্প’।

অবশেষে এটুকুই বলতে চাই, ভাইরাসের একটা এইজ লিমিট রেখে দিলে খুবই উপকার হয়। যেমন, চুমুর ট্রেন্ড কোন বয়সের মানুষকে ইফেক্ট করবে, চুমু না দেওয়ার ট্রেন্ড কোন বয়সের মানুষকে ইফেক্ট করবে আর নাহলে এটাই বাস্তব, চুমু চুমু চুমু, আইলাবিউ।

 

 

২৭৩ পঠিত ... ১৬:০৬, জানুয়ারি ০৪, ২০২৫

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top