বাংলাদেশ-ভারত ফ্যাসাদে যার লাভ

১৪৬ পঠিত ... ১৬:৫৫, নভেম্বর ৩০, ২০২৪

WhatsApp Image 2024-11-30 at 15.09.20

ইনস্টাগ্রামে ed.people নামে এক বেলজিয়ান কন্টেন্ট ক্রিয়েটর আছে। বিভিন্ন দেশের র‍্যান্ডম মানুষের কাছ থেকে তাদের প্রিয় ডান্স মুভ শিখে একসাথে নাচে। বেশিরভাগ ভিডিওর থাম্বে সাধারণত ওই দেশের নাম আর পতাকা থাকে।

কয়েকদিন আগে সে বাংলাদেশের এক মেয়েকে বলে তার প্রিয় ডান্স মুভ শেখাতে। মেয়েটি এবং তার আশেপাশের সহযোদ্ধাদের দেখে মনে হলো তারা দলবেঁধে কোনো হলুদের অনুষ্ঠানে যাবে কিংবা সেখান থেকে এল। যাই হোক, মেয়েটি এবং কন্টেন্ট ক্রিয়েটরটি নাচলো 'বাংলাদেশের মেয়েরে তুই হেইলা দুইলা নাচ...’ গানে।

ভালো নাচল দুজনই।

কেন যেন কমেন্ট বক্স দেঝতে ইচ্ছা হলো। প্রথম কমেন্টটাই ইন্ট্রেস্টিং। একজন ভারতীয় লিখেছেন ‘Most disturbing country’, সেখানে ৪৭ টা রিপ্লাই। একজন সেখানে উত্তর দিলো ‘Said by ga*y Indian Uncle’, তারপর সেই যে শুরু হলো...

একজন এসে বললো, এই যে গান, এই যে নাচ এবং মেয়েটার পোশাক, এইটাও আসলে ইন্ডিয়ান। বাংলাদেশের জাতীয় পোশাক বোরকা।

এর উত্তরে একজন বললো, এই গানটা আসলে ইন্ডিয়া বাংলাদেশ কো-প্রোডাকশন। সো ইন্ডিয়ানরা 'এইটা আমাদের' বলে চিৎকার করতে পারবে না। শুধু তাই না, গানটার লিরিক্সে যেহেতু 'বাংলাদেশের মেয়ে তুই হেইলা দুইলা নাচ' অর্থাৎ 'বাংলাদেশ' নামটা আছে, সে হিসেবে এটার উপর আমাদের অধিকার বেশি।

একজন ভারতীয় বললো স্লাম কান্ট্রি, অর্থাৎ বস্তির দেশ। সেখানে বাংলাদেশী রিপ্লাই দিলো, ‘Saying the one without toilets’। সেখানে আবার একজন অসাম্প্রদায়িক মানুষ বললো, ‘Love from India'।

সেখানে তাকে একজন বেশরম বলল। আরেকজন আবার বললো, গুগল করে দেখ ব্যাটা, বিশ্বের বড় বড় বস্তিগুলা মুম্বাইতে আছে।

একদল আসলো রেফারি হয়ে, তারা ঝগড়া থামাতে চায়। আমাদের মনুষ্যত্ব কোথায়? সামান্য একটা গান নিয়ে মানুষ এমন করে?  ছিছিছি!

দীর্ঘশ্বাস ফেলে খেয়াল করলাম, এইসব ঝগড়া ফ্যাসাদে আন্তঃদেশীয় কারো লাভ না হলেও লাভ হয়েছে একজনেরই। ওই কন্টেন্ট ক্রিয়েটরের। বাকিসব ভিডিওতে ২-৩ লাখ ভিউ হলেও এই ভিডিও ইতিমধ্যেই ১.৩ মিলিয়ন ভিউ পার হয়ে গেছে...

১৪৬ পঠিত ... ১৬:৫৫, নভেম্বর ৩০, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top