ট্রাম্প সম্পর্কে আপনার যে তথ্যগুলো না জানলেও চলবে

১৮২ পঠিত ... ১৭:৩৪, নভেম্বর ০৭, ২০২৪

31

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক জীবনের পাশাপাশি ট্রাম্পের রয়েছে ভিন্ন এক জীবনও। জুতোসেলাই থেকে চণ্ডীপাঠ, ট্রাম্প হেঁটেছেন পুরো পথ জুড়েই। চলুন জেনে নেই ট্রাম্পকে নিয়ে মজার কিছু তথ্য যা না জানলেও কোনো ক্ষতি নেই।

১#

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রেসলিং বিনোদন (WWE) প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। WWE এর তৎকালীন মালিক ভিন্স ম্যাকমোহন এবং ট্রাম্পের ভেতর একটি 'ব্যাটল অব বিলিওনিয়ারস' হয়। সেখানে তারা নিজেরা ফাইট না করলেও দুই পক্ষ থেকেই একজন করে নিযুক্ত করা হয় এই শর্তে যে, হেরে যাওয়া পক্ষের মাথা ন্যাড়া করতে হবে। অবশেষে বিজয়ী হয়েছিল ট্রাম্প এবং ম্যাকমোহনের মাথা হয়েছিল ন্যাড়া।

২#

ট্রাম্প ২০০৭ সালে ‘Trump Steaks’ নামে নিজের ব্র্যান্ডের স্টেক বাজারে নিয়ে আসেন। যদিও এই ব্যবসা সফল হয়নি এবং কয়েক বছরের মধ্যেই তা বন্ধ করতে হয়েছিল।

৩#

ট্রাম্পের ব্যক্তিগত বোয়িং ৭৫৭ বিমানটির বেশিরভাগ অংশই সোনা দিয়ে সাজানো। এতে সোনার হ্যান্ডল, সোনার বেসিন, এবং সোনার বেল্ট বকল পর্যন্ত রয়েছে।

৪#

নার্সিসিস্ট ট্রাম্প এবং তার ট্রাম্প টাওয়ারের কথা কম বেশি সবাই জানেন। বিভিন্ন জনপ্রিয় সিনেমার শুটিং হয়েছে ট্রাম্প টাওয়ারে। এর মধ্যে উল্লেখযোগ্য ১৯৮৯ সালের জেমস বন্ড মুভি ‘Licence to Kill’

৫#

বিভিন্ন সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত সিনেমা হলো ‘Home Alone 2: Lost in New York’। সেই সিনেমায় দেখা যায় নিউইয়র্কের এক হোটেলে তিনি কেভিনকে দিক নির্দেশনা দিচ্ছেন। এছাড়াও 'The Apprentice' নামে একটি টিভি শো তিনি নিয়মিত হোস্ট করেছেন।

৬#

ট্রাম্পের বিভিন্ন রেস্তোরাঁয় মেনু আইটেমগুলোও তার নাম অনুসারে নামকরণ করা হয়। যেমন, ‘Trump Ice, ‘Trump Vodka’ ইত্যাদি।

৭#

ডোনাল্ড ট্রাম্প ১৯৮০ সালে NFL ফুটবল টিম কিনতে চেয়েছিলেন, তবে দুর্ভাগ্যজনকভাবে (নাকি সৌভাগ্য?) তা সম্ভব হয়নি। পরবর্তীতে তিনি USFL লিগের একটি টিম কিনেছিলেন, কিন্তু সেটিও সফল হয়নি এবং লিগটি বন্ধ হয়ে যায়।

৮#
ট্রাম্প বিভিন্ন সময়ে নতুন নতুন শব্দ বা বাক্যাংশ তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার করেন। এর মধ্যে একটি ছিল ‘covfefe’, যা তিনি টুইটারে লিখেছিলেন। টাইপো হিসেবে ধরা হলেও এ শব্দটি পরবর্তীতে বিখ্যাত হয় এবং আলোচনার সৃষ্টি করে।

 

১৮২ পঠিত ... ১৭:৩৪, নভেম্বর ০৭, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top