এসএসসি পরীক্ষার্থী ছোটভাই যেভাবে ধরা খেলো

১৮৩ পঠিত ... ১৫:০২, এপ্রিল ৩০, ২০২৩

341757018_1259215445026051_1056756238188364571_n

মুস্তাফিজুর রহমান মেহেদি

 

শুক্রবারের জুম্মার নামাজ শেষ হওয়ার পর মসজিদ থেকে বের হয়ে দোকানে ঢুকছি সিগারেট খাওয়ার জন্য। দুই টান মাত্র দিছি, এমন সময় দেখি কে যেন আমার দিকে আসতেছে। ভয়ে সিগারেটটা ফেলে দিলাম। তো কাছে এসেই সালাম দিয়ে বললো, ‘ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারকাতু মাগফিরাতুল জান্নাত।‘

বাহ্, আমি মুগ্ধ। যে ছেলে আমার ২ বছরের ছোট, অথচ সবসময় আমার নাম ধইরা ডাকতো তার কাছ থেকে এমন বড় সালাম আশা করি নাই। আমি ভাবতেছি কী কারণ?

আসিফ: ভাই, ত্রিশ তারিখ থেকে আমার এসএসসি এক্সাম। অনেক বেয়াদবি করছি, আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী।

আমি বুঝলাম এই তো সুযোগ, বেয়াদবটাকে শিক্ষা দেয়ার। বললাম, ‘আজকে অনেক হাঁটাহাঁটি হইছে,পা প্রচুর ব্যথা, পা টিপে দে!'

আসিফ: আমি তোর চাকর? 

আমি: ওই তুই আমারে তুই কইরা বললি কেন? মাত্র নামাজ পইড়া আইছি, এখন যে বদদোয়া দিমু সেই বদদোয়াই লাগবো! তিনবারে এসএসসি পাশ করতে চাস?

দশ মিনিট ওরে দিয়া পা টিপানোর পর বললাম, ‘যা তোর ছুটি। কালকেও একটু পা গুলো টিপে দিস।'

আসিফ রক্তচক্ষু করিয়া আমার দিকে একবার তাকাইয়া অতঃপর প্রস্থান করিল।

না ভাই, এখনকার পোলাপান কতো বেয়াদব! বড়দের একটুও সম্মান দেয় না। আমরা এমন ছিলাম না।

দোকানদার বুড়া দেখি আমার দিকে তাকাইয়া আছে। ধমক দিয়া বললাম, ‘চা দিতে কইছি কখন? বালের দুকান্দারি করো?’

১৮৩ পঠিত ... ১৫:০২, এপ্রিল ৩০, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top