আজ প্রাক্তনকে ক্ষমা করা দিবস। তো আমার এক প্রাক্তন, আনিকাকে ক্ষমা করার জন্য ফোন দিলাম। ফোন ধরলো আনিকার জামাই।
ভদ্রলোক বললেন, ‘হ্যালো, কে বলছেন?’
আমি গম্ভীর গলায় বললাম, ‘আনিকা আছে?’
ভদ্রলোক বললেন, ‘ও শাওয়ারে। আপনি..’
আমি আসলে আনিকাকে মাফ করার জন্য ফোন দিছি। ওর উপর আমার কোনো রাগ নাই।
ভদ্রলোক চিন্তিত গলায় বললেন, ‘মানে! কী বলতেছেন এসব?’
আমি বললাম, জীবনটা আসলে এমনই। আনিকা আমার সাথে যা করছে, তা মেনে নেয়া যায় না। তাও, মাফ না করে থাকতে পারলাম না।
ভদ্রলোকের গলা এখন ভারী, ‘আপনি কে? আনিকা কী করছে?’
আমি দুখী গলায় বললাম, ‘আমি আনিকার এক্স বয়ফ্রেন্ড।‘
‘কিন্তু আনিকা তো বলছে ওর কোনো প্রেম ছিলো না!’
‘আমাকেও একই কথা বলছিলো ভাই। কিন্তু পরে দেখি এই মাইয়া ডেঞ্জারাস। তাও, আমি ওকে মাফ করে দিলাম। আজ প্রাক্তনকে ক্ষমা করা দিবস। রাখি ভাই।‘
ভদ্রলোক হন্তদন্ত হয়ে বললো, ‘দাঁড়ান দাঁড়ান, কথা আছে আরও!’
আমি বললাম, ‘প্রাক্তনের বর্তমান জামাইরে মাফ করার দিবস থাকলে সেই দিন ফোন করে আপনাকেও মাফ করে দেবো। হুদাই এখন কথা বলার দরকার কী! আজাইরা কথাবার্তা সব! রাখি ভাই। স্লামালিকুম।‘
আমি কলটা কেটে ফোন বন্ধ করে দিলাম।
পাঠকের মন্তব্য