বাংলাদেশ দুর্নীতিমুক্ত হলে রোজিনা-স্বাস্থ্যসচিবের কথোপকথন যেমন হতো

৯৮২ পঠিত ... ১৬:৫৪, মে ১৯, ২০২১

rozina-shasthoshochib-kothopokothon (1)

বাংলাদেশ দুর্নীতিমুক্ত থাকলে সাংবাদিক রোজিনা ইসলাম এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাঝে কী কথা হতো? দেখুন তো এমন কিছু কিনা...

সচিব: রোজিনা আপা, সেই কতক্ষণ ধরে নথিপত্র ঘাটছেন, কোথাও কিছু পেলেন?
রোজিনা: না গো আপা। আপনারা একটা মন্ত্রণালয় বানিয়েছেন, এক টাকার দুর্নীতি নাই।
সচিব: না আপা, শুধু আমাদের মন্ত্রণালয় না, সব জায়গাতে একই চিত্র। আমরা সবাই যথাসম্ভব প্রতিযোগিতা করে ভালো থাকার চেষ্টা করি।
রোজিনা: তাও আপা। গত মাসে খাদ্য মন্ত্রণালয়ের চতুর্থ শ্রেনীর এক কর্মচারীর সাড়ে ছয়শ টাকার হিসাবে গরমিল পাওয়া গেছে। আমরা সেটা বক্স করে ছেপেছি। এমন চলতে থাকলে নিউজ পাবো না। চাকরিও থাকবে না।
সচিব: কী করবো আপা, জীবনে কখনও দুর্নীতি করবো ভাবতেও পারি না। এক টাকা হিসেবের গরমিল করিনি। যা বেতন পাই তা দিয়ে কোনোমতে চলে যাই। টাকাও থাকে না মাস শেষে।
ঘরে অতিরিক্ত বলতে, কানাডার তিনটা বাঁধাই করা ছবি, লন্ডনের রাস্তার একটা আঁকা তৈলচিত্র, ঢাকার বাসায় চারটা ঘর, গাজিপুরে ২১টা মুরগি নিয়ে একটা ফার্মের মতো আর ব্যাংকে সর্বসাকুল্যে সাড়ে আট হাজার টাকা। এই তো।
রোজিনা: আপনারা ফেরেশতা আপা। পৃথিবীর সব দেশ যদি আমাদের মতো হতো, তাহলে কতই না ভালো হতো।
সচিব: বিদেশ কখনও যাওয়ার সৌভাগ্য হয়নি। হবে কীভাবে, যে বিমান ভাড়া শুনি। তাই দেখাও হয়নি, তারা নিশ্চয়ই আমাদের চেয়ে আরও বেশি ভালো...

৯৮২ পঠিত ... ১৬:৫৪, মে ১৯, ২০২১

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top