যেভাবে পড়লে আর্টস-কমার্সের ছাত্ররা বুঝে যাবেন কুলম্বের সূত্র

৩৪২ পঠিত ... ১৬:২৭, মে ১৪, ২০২৩

পদার্থবিজ্ঞানের কঠিনতম সূত্রগুলোর মধ্যে বিজ্ঞানী মহাশয়দের আবিষ্কৃত কুলম্বের সূত্র, জুলের সূত্র, ওহমের সূত্র আর মহাকর্ষ সূত্র বুঝতে গিয়ে নাকানি চুবানি খেতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। কিন্তু কেউ কী কোনোদিন গানে গানে পদার্থবিজ্ঞানের সূত্র বোঝার চেষ্টা করেছেন? পদার্থবিজ্ঞানের সূত্র বুঝতে গিয়ে নিজেকে অপদার্থ মনে করার দিন শেষ। এসে গেছে রামবাবুর গানে গানে সূত্র শেখার ক্লাস!

Kulomber-sutro (1)

ইউটিউবে সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় ঝুমুর গানের সুরে ঐতিহাসিক কুলম্বের সূত্র 'দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল, আধান দুইটির গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক' গেয়ে গেয়ে বোঝানোর চেষ্টা করছেন রামবাবু নামের এক শিক্ষক। সুরেলা গানের তালে কুলম্ব, জুল, ওহম থেকে মহাকর্ষ সব সূত্র পড়িয়ে দিচ্ছেন তিনি। আর গানের তালে তালে সূত্র পড়লে তা মনে না থেকে যাবে কোথায়? ছবির সঙ্গে মিলিয়ে পড়ানোতে সূত্রগুলো বুঝেও যাওয়া যায় নিমিষে। রামবাবুর পড়ানোর ভঙ্গি দেখে তো অনেকে স্কুল, কোচিং ছেড়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে! আপনি সাইন্সের স্টুডেন্ট হন বা নাই হন, আপনিও দেখে নিতে পারেন রামবাবুর অভিনব উপায়ে পদার্থবিজ্ঞানের সূত্র পড়ানোর সেই তরিকা।

৩৪২ পঠিত ... ১৬:২৭, মে ১৪, ২০২৩

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top