মীনার নতুন পর্ব : আমরা খেলতে চাই!

২২০৮ পঠিত ... ০৯:০২, মে ০৫, ২০১৭

ছোটবেলায় বিটিভিতে মীনার কার্টুন দেখেনি এমন কেউ পাওয়া খুব মুশকিল। তবুও যারা মীনা সম্পর্কে তেমন কিছু জানেন না তাদের জন্য বলছি, মীনা দক্ষিণ এশিয়ার মানুষদের জন্য নির্মিত একটি জনপ্রিয় টিভি কার্টুন ধারাবাহিক ও কমিক বই। এই কার্টুন ধারাবাহিকের মূল চরিত্র বাংলা ভাষায় নির্মিত কার্টুনগুলোর মধ্যেও একটি অন্যতম জনপ্রিয় চরিত্র। দক্ষিণ এশীয় দেশগুলোতে বিভিন্ন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং শিশুদের জন্য শিক্ষামূলক একটি অনুষ্ঠানের অংশ হিসেবে ইউনিসেফের সহায়তায় এই কার্টুন ধারাবাহিকটি তৈরি করা হয়। যেসকল সচেতনতা মীনা কার্টুনের মাধ্যমে তৈরির চেষ্টা করা হয়েছে তার মধ্যে আছে, বাল্যবিবাহ বন্ধ করা, স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও ব্যবহারে উৎসাহিত করা, মেয়েদের স্কুলে পাঠানো, কমবয়সী মেয়েদের বিয়ে থেকে স্কুলকে বেশি গুরুত্ব দেওয়া, যৌতুক বন্ধ করা, ছেলে-মেয়ে সমান পুষ্টি ও সুযোগ-সুবিধার দাবিদার, প্রয়োজনীয় ও সমঅধিকার পেলে মেয়েরাও অনেক কিছু হতে পারে তা বোঝানো, শহরের বাসায় বাসায় কাজে সাহায্য করে এমন মেয়েদের প্রতি সুবিচার ও তাঁদের প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করা ইত্যাদি।

এতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছে মীনা। সে স্কুলে যেতে ভালবাসে এবং নতুন কোন কিছু সম্পর্কে শিখতে ও জানতে চায়। প্রকৃতি প্রদত্ত ইন্দ্রিয়ের সাহায্যে ভাল-মন্দ বোঝার সক্ষমতা তার রয়েছে। গ্রামের যে কোন সমস্যা মোকাবিলা করতে গিয়ে সে পিছু হটে না। তার সাথে রয়েছে পিঠেপিঠে ভাই রাজু আর খুব কাছের বন্ধু পোষা টিয়ে মিঠু।

মীনা ধারাবাহিকের প্রকাশিত বিভিন্ন পর্বের মধ্যে রয়েছে সব মুরগী আছে, বুদ্ধিমতি মীনা, মীনা কি স্কুল ছেড়ে দেবে?, মীনা ও দুষ্টু ছেলে, জীবন বাঁচানো, মীনার তিনটি ইচ্ছা, যৌতুক বন্ধ কর, বিয়ের বয়স হয় নাই, মেয়েদের যত্ন নাও, আমি স্কুল ভালবাসি, ছেলেই হতে হবে, মীনা এখন শহরে। এর সঙ্গে এবার যুক্ত হলো নতুন পর্ব, আমি খেলতে চাই। এই পর্বে মীনারা ক্রিকেট খেলায় বারবার হারে। কারন তাদের কোনো খেলোয়াড় নাই। সবাই শহরে চলে গেছে কাজ করতে। কিন্তু মীনারা জিতবে কীভাবে?

এই সিরিজেন সূচনা সঙ্গীতের সুরটা হয়তো অনেকেরই মাথায় ঢুকে আছে। সেটায় যে কথাগুলো বসানো তা হলো: আমি বাবা-মায়ের শত আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই, যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে, শিক্ষা আমায় মুক্তি দেবে, মুক্তি দেবে, আমারোতো সাধ আছে, আছে অভিলাষা, ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে।

২২০৮ পঠিত ... ০৯:০২, মে ০৫, ২০১৭

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top