সম্প্রতি তামিমকে ভারতের দালাল আখ্যা দিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল ইসলাম। সম্প্রতি আইপিএল ইস্যু, বাংলাদেশ দলের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ইস্যুতে তামিমের এক মন্তব্যের জেরে তিনি তামিমকে ভারতের দালাল বলে মন্তব্য করেন। এই ঘটনার পর তামিমের কাছে ক্ষমতা চাওয়ার দাবি উঠলে পরিচালক বলেন, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। কারণ তিনি বাংলাদেশের দালাল।
একটি ভূয়া সূত্র থেকে জানা গেছে, এই ঘটনার পর তামিমের আর খেলা হচ্ছে না বাংলাদেশ দলে। জানা গেছে তামিমের জায়গায় খেলবেন এই পরিচালক নিজে। পরিচালক একটি ভূয়া আইডি থেকে আমাদেরকে বলেন, হতে পারে সে ভালো ক্রিকেটার। কিন্তু ভারতের দালাল। ভারতের দালাল হয়ে কেউ বাংলাদেশ দলে খেলতে পারবে না। আমি বাংলাদেশের দালাল, তাই তামিমের জায়গায় একমাত্র আমারই খেলা উচিত।
পাশাপাশি তিনি আরও জানান, বাংলাদেশ দল থেকে ধরে ধরে এমন ভারতের দালালদেরকে চিহ্নিত করা হবে। এরপর তাদেরকে দল থেকে বাদ দিয়ে বাংলাদেশের দালাল ঢোকানো হবে। তিনি বাংলাদেশের দালালদের উদ্দেশ্যে বলেন, আপনারা দলে দলে মিরপুরে চলে আসেন। ক্রিকেট জানাটা গুরুত্বপূর্ণ না। বাংলাদেশের দালাল হলেই হবে। বাকিটা আমরা দেখতেছি।
যদিও তামিম ইকবালকে বাদ দেয়ার সিদ্ধান্ত খুব একটা চিন্তিত নয় ক্রিকেট ভক্তরা। তারা বলছেন, তামিমের জায়গায় তামিম খেলা আর পরিচালক নাজমুল খেলা একই কথা! দুইটার কোনোটাতেই বাংলাদেশের খুব একটা লাভ হয় না।


