তারকাদের বিয়ে ও ডিভোর্সের আগে ‘গণভোট’ চাই: সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাল দেশবাসী!

১৮ পঠিত ... ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে

15

দেশের তারকাদের বিয়ে এবং তার ঠিক কয়েক মাসের মাথায় ডিভোর্সের যে ‘তপ্ত হাওয়া’ বইছে, তাতে সাধারণ জনগণের শান্তি বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অতিষ্ঠ হয়ে আমজনতা এখন দাবি তুলেছে, এখন থেকে যেকোনো সেলিব্রিটির বিয়ে কিংবা ডিভোর্সের আগে দেশের নির্বাচন কমিশনের অধীনে ‘গণভোট’ আয়োজন করতে হবে।

জনৈক নেটিজেন ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে লিখেছেন, তাদের বিয়েতে আমাদের দাওয়াত থাকে না, কিন্তু তাদের ঝগড়া আর ফেসবুক স্ট্যাটাস আমাদের গিলতে হয়। এটা মানবাধিকার লঙ্ঘন! আমরা জানতে চাই, তারা আদৌ বিয়ে করবে কি না, তা নিয়ে জনগণের মতামত কী!

এমনই একজন বলেন, তারকা হল দেশের সম্পদ, দশের সম্পদ। তারা কাকে বিয়ে করবে কাকে করবে না, কাকে ডিভোর্স দিবে কাকে দিবে না, এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত নেয়া জরুরি। একটা গণভোটের ব্যবস্থা করলে আমরা নিজেদের মতামত জানাতে পারি! আমাদের মতামত তারা কেন নেয় না? আমাদেরকে কি বিয়ে বাড়ির ফুফা পাইছে নাকি!

এদিকে নিখিল বাংলা আলবটর কমিটিকে বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত দেখা গেছে। কমিটির এক সদস্য বলেন, গণভোট জিনিসটা করতে ভালোই লাগে! তবে নির্বাচনের আগে হলে ভালো হতো! দেখেন না, কোনোভাবে নির্বাচনের আগে করা যায় কি না!

১৮ পঠিত ... ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে

Top