কয়েকদিন আগে বিএনপির চেয়্যারম্যান পদের দায়িত্বগ্রহন করেছেন তারেক রহমান। তিনি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান। ফলে বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যানের আসনটি এখনও খালি আছে। এই আসনে কে বসবেন তা নিয়ে চলছে বেশ জল্পনা কল্পনা। আর বার বার ঘুরে ঘুরে উঠে এসেছে সবার প্রিয় জেবুর নাম।
জেবুকে চেনে না এমন কেউ এই দেশে নেই। তারেক রহমানের পারিবারিক বিড়ালের পরিচয় ছাপিয়ে জেবু এখন পুরো দেশের প্রিয় এক ব্যক্তিত্বে পরিণত হয়েছে। অনেকেই জেবুকে বিভিন্ন পদে দেখতে চাচ্ছে। কেউ চাচ্ছে জেবু এমপি পদে দাঁড়াক তো কেউ যাচ্ছে জেবু প্রধানমন্ত্রীই হোক। এর মাঝে বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়্যারম্যান পদ খালি হওয়ায় যারপরনাই খুশি হয়েছে সর্বদলীয় ম্যাও কমিটি।
আমাদের সাথে একটি সাক্ষাৎকারে এই সর্বদলীয় ম্যাও কমিটির সভাপতি বলেন, আমাদের হয়ে কথা বলার জন্য আমরা এতদিন পর একজনকে পেয়েছি, আমাদের দেশনেত্রী জেবু। আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান পদ অবশ্যই জেবুকে যেন দেওয়া হয়। তাহলে আমাদের দাবীগুলো আদায় হবে। আমরা বিড়ালেরা আর এই সমাজে নিপিড়িত হব না, আমাদের জন্য এই দেশ হবে আনন্দের জায়গা। চাইলেই খাবার পাবো, কেউ তাড়িয়ে দিতে পারবে না।
এদিকে মহাখালির বিউটি আপা জানিয়েছেন, তিনিও চান জেবু বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান হোক। তার মতে মানুষ তো অনেক দেখা হলো, এখন একটু জেবুকে দেখাই যাক না!
চা খেতে খেতে মিরপুরের মামুন জানান, জেবুকে আমার বিশেষ পছন্দ। ও খুব শান্ত আর চুপচাপ। তাছাড়া ওর পার্সোনালিটি বেশ স্ট্রং। আমার মনে হয় বর্তমানে এই পদে জেবুর থেকে পার্ফেক্ট আর কেউ হতেই পারে না!
এদিকে তারেক রহমান এক ফেক ফোনকলে আমাদেরকে বলেছেন, সব দিকে তেকে জেবুকে এই পদে দেওয়ার জন্য আহ্বান আসছে। আমরাও এই ব্যাপারটি খতিয়ে দেখছি। জেবুকে এই পদে দেখলে বাবা হিসেবে আমারও বেশ ভালো লাগবে।
সব মিলিয়ে এখন দেশবাসীর চোখ একটাই দিকে—জেবু কি সত্যিই সেই ভার নেবেন? আমরাও এই প্রশ্নের উত্তর পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।


