বাংলা ভাষা কেন এত মধুর?

১৫৩৫ পঠিত ... ১৫:২৬, আগস্ট ১৮, ২০২১

‘বাংলা বড়ই মধুর ভাষা’ শুনে শুনে বেড়ে ওঠা বাঙালির ভাষাটি যে সত্যই ‘মধুর’ বিশ্বব্যাপী সেই স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। কিন্তু বাংলা কেন এত সুমধুর? কী তার মিষ্টতার রহস্য? এ ভাষায় সাধারণ সব শব্দজালে বোনা কবিতা বা গান শুনলেও কেন মনটা প্রশান্তিতে ভরে যায়? 

bangla bhashar modhurota

সংস্কৃত হতে পাশ্চাত্য, সকল ঘাটে জল খেয়ে তৈরি হওয়া, সমৃদ্ধ হওয়া বাংলা ভাষার সুমধুর হওয়ার এই রহস্য বের করতে নেমেছিলেন ভারতের ‘ইন্ডিয়া ইন পিক্সেল’ নামক এক সংগঠন। একটি ইউটিউব ভিডিওতে বর্ণনা করেছেন এ নিয়ে। বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গসহ কিছু অঞ্চলে বিস্তৃত বাংলা ভাষা সম্পর্কে বলতে গিয়ে তারা শুরু করেন বাংলা ভাষায় কথা না বললেও যে ভাষাটি শুনতে সকলের সুন্দর আর মিষ্টি মনে হবে তা দিয়ে। মনে হবে যেন ভাষাটিতে নেই কোনো কাঠখোট্টা বা চোঁখা আওয়াজের শব্দ। যেন মাখনের মত মুখে গলে যাচ্ছে অক্ষরগুলো, আর শব্দগুলো শুনতে হয়ে উঠছে মিষ্টি। 

এছাড়াও বাংলা ভাষার উৎপত্তি এবং অঞ্চলভেদে ভাষার কত নতুন রুপ, কত রকম প্রকরণ, নতুনত্ব তা নিয়েও হয়েছে আলোচনা । তারা এও বলেছেন, কোনো ভাষাই আসলে শুনতে ‘বাজে’ নয়। বাচনভঙ্গি কিভাবে একটি কঠিন আর কাঠখোট্টা ভাষাকে নমনীয় ও সহজ করে দেয়, রয়েছে তার উদাহরণও। ভিডিওটি দেখে জেনে নিন আমাদের বাংলা ভাষাটি কেন এত আদরমাখা, এতে কেন এত মধুরতা, কেন বাংলায় এত ভালোবাসা!

১৫৩৫ পঠিত ... ১৫:২৬, আগস্ট ১৮, ২০২১

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top