'উহ করোনা আহ করোনা'-এর পর এবার লকডাউন ও করোনা সচেতনায় পুলিশের গান

২০১১ পঠিত ... ২০:২৪, এপ্রিল ১৭, ২০২১

সাধারণ মানুষকে করোনা সচেতনতায় উদ্বুদ্ধ করতে সারাবিশ্বেই নানারকম উদ্যোগ, প্রচার-প্রচারনা হয়ে আসছে। করোনার শুরুর দিকে 'আহ করোনা উহ করোনা' শিরোনামে মেডিকেল শিক্ষার্থীদের একটি গান বেশ সাড়া ফেলে। এবার জনগণের মাঝে কঠোর লকডাউনের বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে তৈরি করা বাংলাদেশ পুলিশের একটি গান ফেসবুক জুড়ে বেশ সাড়া ফেলে দেয়।

জনপ্রিয় গায়ক আদনান বাবুর 'রঙ নাম্বার টেলিফোনে' গানের সুর অবলম্বনে 'লকডাউন হয়েছে ঘোষণা, ঘর থেকে বাইরে যাবো না' এমন কথায় গানটি তৈরি করেছে গাইবান্ধার সাদুল্লাপুর থানা পুলিশ। সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানার থিম ও ব্যবস্থাপনায় গানটি লিখেছেন মোস্তাফিজ দেওয়ান, সুর করেছেন আনজুম হক। কণ্ঠ দিয়েছেন মোস্তাফিজ দেওয়ান, সুমি, মিলন ও ইয়াসমিন। উল্লেখ্য, গানটির সাথে সম্পৃক্ত সবাই সাদুল্লাপুর থানায় কর্মরত পুলিশ সদস্য। গানটির মিউজিক ভিডিওতেও তারাই অংশগ্রহণ করেছে।

 

 

এটা শোনার পর যদি 'আহ করোনা উহ করোনা'ও শুনতে ইচ্ছে করে সেটা শুনতে পাবেন এখানে:

২০১১ পঠিত ... ২০:২৪, এপ্রিল ১৭, ২০২১

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top