বাসে হেনস্থা করা লোকটার জন্য ফুলের মালা নিয়ে প্রস্তুত হচ্ছে একটি বিশেষ দলের লোকেরা

১০১ পঠিত ... ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন লোক বাসে থাকা একটি মেয়েকে তার পোশাক নিয়ে কটুক্তি করায় মেয়েটি প্রতিবাদ করেছে, করেছে জুতাপেটা। এই কর্মকাণ্ড দেখে হায় হায় রব উঠেছে দেশের একটি বিশেষ দলের। তারা মেনে নিতেই পারছেন না যে এই দেশে, এক মেয়ে একজন হেনস্থাকারীর বিরুদ্ধে দাঁড়িয়েছে।

আমাদের সাথে এক ফেক ফোনকলে এই বিশেষ দলের এক সদস্য অত্যন্ত উত্তেজিতে হয়ে জানান, এদেশে মেয়েদেরকে হেনস্থা করা একটা বিরাট ঐতিহ্য। তাদের পোশাক আমাদের পছন্দ না হলে আমরা গালাগাল করব, হেনস্থা করব। তারা এসব মুখ বুজে সহ্য করে চুপ থাকবে, তা না করে প্রতিবাদ করল কী করে! আমরা আমাদের অসহায় এই ভাইটির উপর অন্যায়ের বিচার চাই। এ আমরা কেমন দেশে বসবাস করছি, একটা ছুডু জামা পরা মেয়েকে ঠিকভাবে হেনস্থাও করা যাচ্ছে না!

এদিকে আমাদের এক প্রতিনিধি ভুয়া সাক্ষাৎকার নিতে গেলে বিশেষ এই দলের সভাপতি গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে জানান, এই ভাইটি আমাদের দলের গর্ব, দেশের গর্ব। হেনস্থাকারী সংস্থার পক্ষ থেকে আমরা তাকে ফুল সাপোর্ট জানাচ্ছি। আমরা অলরেডি বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের মালার অর্ডার করেছি তার জন্য। তাকে আমরা এই মালা পরিয়ে ৬৪ জেলা ঘুরিয়ে দেশবাসীকে দেখাতে চাই, এই আমাদের কৃতি সন্তান। তাকে সবার চিনে রাখা উচিত।

দলের একজন সাধারণ সদস্য জানান, এই স্বাধীন দেশে, যেখানে পুরুষের শক্তিই সব, তাদের মনমতো ড্রেস না পরলে তারা মেয়েদেরকে কিছু বলতে পারবে না? এমন দেশই কী আমরা চেয়েছিলাম? হায় আল্লাহ খালেদ, এই দেশের কী হয়ে গেল!

১০১ পঠিত ... ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে

Top