একদম ফাটাকেষ্ট কায়দায় ঢাবিতে উচ্ছেদ অভিযান চালিয়ে ফাটাকেষ্ট প্রযোজকদের নজরে এসেছেন ডাকসু প্রতিনিধি সর্বমিত্র চাকমা। তার পারফরম্যান্সে এই সিনেমার প্রযোজকরা এতটাই মুগ্ধ হয়েছেন যে তারা এখন ‘ফাটাকেষ্ট ২’ বানানোর পরিকল্পনা করছেন। আর এই সিনেমার মূল চরিত্রে ভাবা হচ্ছে স্বয়ং সর্বমিত্রকেই। শ্যুটিং হবে ঢাবিতেই।
ফাটাকেষ্টর প্রথম পর্বে মিঠুন চক্রবর্তীকে দেখা গিয়েছিল দুর্নীতিবাজদের শায়েস্তা করতে। তবে দ্বিতীয় এই পর্বের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন—এবার গল্পের পটভূমি বিশ্ববিদ্যালয়কে ঘিরে, আর টার্গেট দুর্নীতিবাজ নয়, হকাররা। সিনেমায় দেখা যাবে সর্বমিত্রের নেতৃত্বে এক দমদার উচ্ছেদ অভিযান, যেখানে তিনি ক্যাম্পাসের প্রতিটি কোণে হকারদের তাড়া করছেন।
সিনেমার স্ক্রিপ্টরাইটার জানিয়েছেন, দর্শকদের বাড়তি উত্তেজনা দিতে এতে থাকবে কিছু ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ধাঁচের চেজিং সিন—যেখানে সর্বমিত্রকে দেখা যাবে বাইক, রিকশা ও এমনকি ঠেলাগাড়ি তাড়া করতে।
প্রযোজকরা জানিয়েছেন, সিনেমার একটি বিশেষ চরিত্রে থাকবেন আসল ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী। তিনি এবার উপস্থিত হবেন সর্বমিত্রকে ‘উচ্ছেদবীর’ হিসেবে আশীর্বাদ জানাতে এবং তাকে বলবেন বিখ্যাত সংলাপ, এইবার তুই-ই আসল ফাটাকেষ্ট, তবে খেয়াল রাখিস, এখানে মারলেও যেন লাশ শ্মশানেই পড়ে।
পুরো সিনেমার শ্যুটিং হবে ঢাবির আসল লোকেশনে, আর্টস বিল্ডিং থেকে শুরু করে টিএসসি, রাজু ভাস্কর্য ও দোয়েল চত্বর পর্যন্ত। প্রযোজকদের ভাষায়, ঢাবির বাস্তব পরিবেশেই আছে সিনেমাটিক ড্রামা তাই আলাদা করে সেট বানানোর দরকারই নেই।


