শীত আসার কোনো আগমনী বার্তা না থাকলেও নির্বাচনের আগমনী বার্তার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে সর্বত্র। আপনি কোন দলে থাকবেন কিংবা নতুন করে কোন দলে যোগ দেবেন সেটা নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখনই। বেড়াতে গেলেও যেখানে খালি হাতে যাওয়াটাই অশোভন আচরণের শামিল সেখানে পুরো নতুন একটা দলে যোগ দিতে প্রয়োজন কিছুটা প্রস্তুতির। কিন্তু মূল্যস্ফীতির এই যুগে মন থাকলেও অনেক সময় সামর্থ্য থাকে না। তাদের পাশে দাঁড়াবে বিশেষ সংগঠন 'পল্টি সেবা!'
নতুন দলে যোগ দিয়ে গোসল করতে চান, নাকি গোসল করে নতুন দলে যেতে চান, লিটারে লিটারে দুধ পাঠাবে আপনাকে তারা বিশেষ ডিসকাউন্টে। কর্মীদের নিয়ে ভোজনের আয়োজনে দুম্বা, খাসি , গরু কিংবা সর্বাধিক জনপ্রিয় ও সর্বজনবিদিত ছাগল আপনাকে সরবরাহ করবে বিশেষ চুক্তিতে, থাকবে কিস্তির সুব্যবস্থাও। 'পল্টি সেবা' সংগঠনের রয়েছে অনেক সাইড চিক, দুঃখিত সিস্টার এন্ড ব্রাদার্স কনসার্ন।
নতুন দলে যোগ দিতে দরকারি সব ফুল, ঢাক-ঢোল এমনকি সস্তায় তা পিটানোর জন্য লোকও সরবরাহ করবে এই সংগঠন। এদের সম্ভাব্য ভবিষ্যৎ বেস্ট সেলিং ফিচার হবে মিছিলে লোক সরবরাহ। নানান মিছিল-সমাবেশ, মিটিং-অবরোধে নির্বিবাদে লোক সরবরাহ করে আপনাকে নিশ্চিন্ত রাখার গ্যারান্টি একমাত্র তারাই দিচ্ছে। এমনকি একদলের লোক যাতে অন্য মিছিলে ধরা না পড়ে এজন্য ছদ্মবেশের ব্যবস্থা তো থাকছেই।
সংগঠনটির এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, যদি আমাদের কোন লোক কোন মিছিলে গিয়ে মিছিলের উদ্দেশ্য বলতে না পারে তবে মানিব্যাক গ্যারান্টি একমাত্র আমরাই দেব।
তিনি আরোও বলেন, ইতোমধ্যে দেশের শীর্ষস্থানীয় কয়েকজনকে আমরা আমাদের প্রোডাক্ট ফিচার পাঠিয়েছি সাথে বিশেষ লাইভ। বিনিময়ে আমরা ফ্রি সার্ভিস দিয়ে শুধু গোপন ফাইভ স্টার রিভিউ চেয়েছি। এই মার্কেট আমরাই দখল করে ফেলব।


