করোনাকালীন ব্যস্ততার ফাঁকে, অবসাদ কাটাতে ঢাকা মেডিকেলে ডাক্তারদের নাচ

৭১৬ পঠিত ... ১৫:৪১, এপ্রিল ২৭, ২০২১

doctor-dance

করোনার মাঝে আমরা বাড়িতে বসে কত ভাবেই তো সময় কাটাই, কিন্তু আমাদের জীবন বাঁচানোর জন্য চব্বিশ ঘন্টা যুদ্ধ করে যাওয়া ডাক্তারদের সেই সুযোগ কোথায়? সরকারের মর্জিতে কখনো 'লকডাউন' খোলে তো কখনো আবার জারী হয়। আর সরকারের এমন মর্জির খেলায় ও করোনার চাপে বিভিন্ন ভাবে এমনিও নাচতে হচ্ছে ফ্রন্টলাইনারদের! তাই ঢাকা মেডিকেলের তিন ডাক্তার মিলে করে ফেলেছেন একটি সত্যিকার নাচের ভিডিও! সম্প্রতি জনপ্রিয়তা পাওয়া শিল্পী মুজা-এর 'নয়া দামান' গানে নাচেন তিন ডাক্তার। ঢাকা মেডিকেলের এক ছোট্ট করিডরের মাঝেই ধারণ করে ফেলেন নাচের ভিডিওটি। আর তিন ডাক্তারের নাচ দেখে গানের ভাষ্যেকে একটু বদলে বলাই যায়, 'Dancing like a boss lady, shaking all her churi!'

[ভিডিও এখানে না দেখা গেলে এই লিংকে ক্লিক করুন।]

এ খবর পড়ে এবার 'চিকিৎসা ছাড়া মানুষ মরে যাচ্ছে, আর এরা আসছে নাচা-কুদা করতে' বলে লাফিয়ে ওঠার আগে জেনে রাখুন, ভারতসহ অন্যান্য দেশে জনসচেতনতার জন্য ও করোনাকালে মানুষকে আনন্দ দিতে এবং নিজেরাও আনন্দ পেতে পুলিশ ও ডাক্তাররা প্রায়শই এমন গান-নাচের ভিডিও ধারণ করে থাকে। গত মাসে ভারতের কেরালায় মেডিকেল কলেজের দুই ছাত্র-ছাত্রী এক নাচের ভিডিও ধারণ করে। নাচের সেই ভিডিওকে বিনোদনের উৎস হিসেবে না নিয়ে ভারতের অনেকেই 'গেল গেল, তরুন প্রজন্ম গেল' রব তুলে দিয়েছিল! তাদের সমালোচনার জবাবে সেই মেডিকেল কলেজের এক ইউনিয়নের উদ্যোগে আরও অনেক ছাত্র-ছাত্রী মিলে নাচের ভিডিও ধারণ করে এবং #resisthate হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শৈল্পিক এক প্রতিবাদ জানায়। তাদের দেখাদেখি আরো অনেক ছাত্র-ছাত্রী, ডাক্তার, পুলিশও এতে অংশগ্রহণ করে।

মুখে মাস্ক আর গায়ে পিপিই জড়িয়ে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন ডাক্তাররা। আমাদের মত তাদের নেই কোনো বিনোদনের সুযোগ, পরিবারের সাথে সবসময় থাকার সুযোগ। হাজার মৃত্যুর মিছিলে তাদেরও দরকার হয় অবসর, বিনোদন ও অনুপ্রেরণার। তাই মাস্ক ও সার্জনের পোশাক পরেই নাচ করেন ঢাকা মেডিকেলের তিন সার্জন ডা. ক্রিপা বিশ্বাস, ডা. আনিকা হোসেন ও ডা. সাস্বত চন্দন।

ভিডিওটি দেখার পর আশা করি আর কারো 'মাস্ক পরতে কষ্ট হয়' মূলক অভিযোগ থাকবে না। আমাদের ডাক্তারদেরই দেখুন, মাস্ক পরে জীবনও বাঁচাচ্ছেন আবার দারুন নাচও করছেন!

৭১৬ পঠিত ... ১৫:৪১, এপ্রিল ২৭, ২০২১

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top