আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে 'Nas Daily'

২৯৫৭ পঠিত ... ১৯:১০, আগস্ট ০৫, ২০১৮

সিলিকন ভ্যালিতে ছয় অঙ্কের বেতনে শৌখিন জীবন ছেড়ে দিয়েছিলেন বিশ্বভ্রমণে বের হবেন বলে। অনেকটা 'রথ দেখা কলা বেঁচা'র মত নুসায়ের ঘুরছেন দেশ থেকে দেশে, আর ভ্রমণের মূহুর্তগুলো ফেইসবুকে পোস্ট করে পেয়েছেন অসংখ্য ভক্ত! 'এক মিনিট'র ছোট ভিডিও বানানো Nas Daily এর এই ভদ্রলোক এই প্রথমই কোন দেশে না গিয়ে বানিয়েছেন সে দেশের জন্য একটি ভিডিও। রাজধানী ঢাকায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির চিত্র তুলে ধরে তার পেইজ থেকে তিনি ভিডিও পোস্ট করে ছাত্রদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন। গতকাল থেকে তার মেইল এবং ফেইসবুকে বাংলাদেশ থেকে আসা অসংখ্য ছবি এবং ভিডিও কম্পাইল করে তিনি বানিয়েছেন এই ভিডিওটি। তার পেইজের ৮৪৮ তম ভিডিওটি দুই ঘন্টার মধ্যে পেয়েছে প্রায় দশ লাখের বেশি ভিউ এবং বিরাশি হাজার শেয়ার।

 

২৯৫৭ পঠিত ... ১৯:১০, আগস্ট ০৫, ২০১৮

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top