তামিম ইকবালকে প্রেস-কনফারেন্স বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে চায় সরকার

১২ পঠিত ... ১৮:৩৬, অক্টোবর ০৯, ২০২৫

বিগত কয়েকবছরে খেলার চেয়ে প্রেস-কনফারেন্স করার জন্য বেশি আলোচনায় রয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। জাতীয় দলে থাকা কিংবা বিসিবির নির্বাচন যেকোনো ইস্যুতেই নিয়মিত প্রেস-কনফারেন্স করছেন তামিম। খেলার মাঠে না থাকলেও সংবাদমাধ্যমের মাঠে যে তিনি একেবারে সেট ব্যাটসম্যান, তা আর নতুন করে বলার কিছু নেই।

তামিমের নিয়মিত প্রেস–কনফারেন্স আয়োজন, মাইকের সামনে বলিষ্ঠ পারফরম্যান্স, এবং সাংবাদিকদের কঠিন প্রশ্নকে ডিফেন্স করে শান্তভাবে সিঙ্গেল নেওয়ার দক্ষতায় মুগ্ধ হয়ে এবার তকে ‘প্রেস–কনফারেন্স বিষয়ক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দিতে চায় ইন্টেরিম সরকার।

সরকারের মুখপাত্র জানিয়েছেন, তামিম ভাই শুধু শুধুই এতদিন ক্রিকেট খেলে নিজের সময় নষ্ট করেছেন, ওনার আসল ট্যালেন্ট হচ্ছে প্রেস-কনফারেন্স আয়োজন করা। আশা করছি অতি দ্রুতই তামিম ভাই আমাদের প্রপোজালে সাড়া দেবেন এবং প্রেস-কনফারেন্স আয়োজনে গিনেস বুকে নাম ওঠাবেন। 

জানা গেছে প্রেস–কনফারেন্স শিল্পকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দিতেই মূলত তামিমকে দায়িত্ব দিতে চায় সরকার। পরিকল্পনা আছে, প্রতিটি মন্ত্রণালয়ে মাসে অন্তত তিনটি প্রেস–কনফারেন্স হবে—তামিমের প্রশিক্ষণে। এমনকি সরকারি কর্মকর্তাদের জন্য ‘Effective Press Conference Management 101 – By Tamim Iqbal’ নামের একটি নতুন কোর্সও চালু হতে যাচ্ছে। 

তামিমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি প্রস্তাবটি ভেবে দেখছেন,যদি বিসিবি প্রেসিডেন্টের দায়িত্ব তাকে দেওয়া হয় তবে তিনি এই দায়িত্বটি নেবেন। গিনেস বুক কর্তৃপক্ষও ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে। তারা বলছেন, যদি একজন মানুষ ক্রিকেট খেলার চেয়ে প্রেস–কনফারেন্স বেশি করেন, তাহলে সেটা রেকর্ডবুকের যোগ্য।

১২ পঠিত ... ১৮:৩৬, অক্টোবর ০৯, ২০২৫

Top