গভীর রাতে কোনো মেয়েকে যৌন হয়রানিমূলক মেসেজ পাঠালে যে ১০টি অজুহাত দিতে পারেন

২৯১৫ পঠিত ... ১৬:৩৪, মার্চ ২২, ২০১৮

মেয়েদের ইনবক্সের আদার মেসেজ ফোল্ডার- যেন একেকটি 'সিন সিটি'! ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং রাতে নিতান্তই অপরিচিত বা স্বল্প পরিচিত কারো কাছ থেকে বিকৃত, অশ্লীল এবং যৌন হয়রানিমূলক মেসেজ পাননি, এমন মেয়ে খুব কমই আছেন হয়তো। এ ধরণের ঘটনাগুলো যখন সামাজিক গণমাধ্যমে উঠে আসে, তখন রাতে বিকৃত মেসেজ পাঠানো পুরুষটি বেশিরভাগ সময়ই উদ্ভট এবং হাস্যকর সব অজুহাত দেন। গত দুদিন ধরে এমন একটি ঘটনায় আবারও সরগরম সোশ্যাল মিডিয়া, যেখানে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, তার আইডিটি হ্যাক হয়েছিল এবং তার বাসার কাজের ছেলে তার অ্যাকাউন্ট ব্যবহার করে এসব মেসেজ পাঠায়! আপনিও যদি কোনো মেয়েকে যৌন হয়রানি করার পর আরও ভালো কোনো অজুহাত দিতে চান, নিচের অজুহাত-তালিকা থেকে সাহায্য নিতে পারেন!

১#

২#

৩#

৪#

৫#

৬#

৭#

৮#

৯#

১০#

২৯১৫ পঠিত ... ১৬:৩৪, মার্চ ২২, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top