খোদার কসম, পরিবর্তন আনবই

২২০ পঠিত ... ১৫:২১, মার্চ ২২, ২০২৫

35

লেখা: অনিমা চৌধুরী

নিজের এইম অফ লাইফ পরিবর্তন করে ফেলছি। আমি আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে চাই না। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই। এরপর আমি দেশটাকে তিনটা প্রদেশে ভাগ করে ফেলব।

এক প্রদেশে থাকবে যারা খেলাফত চায়। ওইখানে শরীয়াহ মোতাবেক সবকিছু চলবে। ছেলেরা লিড দেবে। আর মেয়েরা exist করে কিনা সেটা বোঝাই যাবে না। তাদের চেহারা বাদ্দেন, গলার আওয়াজও কেউ শুনতে পাবে না।

আরেক প্রদেশে থাকবে লিবারাল মানুষেরা। সেখানে কালচার প্র‍্যাকটিস হবে, বইমেলা হবে, মেয়েরা শাড়ি পরে ঘুরে বেড়াবে। ছেলেরা গান বাজনা করবে। সেখানে সিনেমা বানানো হবে। পহেলা বৈশাখ সেলিব্রেট করা হবে।

তিন নম্বর প্রদেশ হবে যারা নিজেদের নিয়ে কনফিউজড। যেমন ধরেন হিজাবও পরে আবার মেকআপও লাগায়, ফটোশুটও করে। ছেলেরা ধরেন শুক্রবার দুপুরে নামাজ পরে এসে সন্ধ্যায় বন্ধু-বান্ধবের সাথে লাল পানি খায়। এরা কী চায় তারা জানে না।

সবশেষে নিয়ম করে দেব, খেলাফতের প্রদেশ থেকে লিবারাল প্রদেশে যাইতে আর লিবারাল প্রদেশ থেকে খেলাফতের প্রদেশ যাইতে ভিসা করন লাগব। ভিসার মেয়াদ তিন দিন। এর বেশি কেউ থাকলে ঘেটি ধরে বের করে দেওয়া হবে।

এক প্রদেশ থেকে আরেক প্রদেশের সোশ্যাল মিডিয়া থাকবে রেস্ট্রিকটেড। মানে তুমি এইদিকে বইসে অইদিকের আলাপ পাড়তে পারবা না।

দেশে শান্তির বাপ মা সব ফিরে আসবে দেইখেন।

কে কে আম্রে ভোট দেবেন বলেন এখন।

 

২২০ পঠিত ... ১৫:২১, মার্চ ২২, ২০২৫

আরও

পাঠকের মন্তব্য

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top